ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হিগুয়াইনের সেঞ্চুরি

প্রকাশিত: ০৫:৩১, ৩১ অক্টোবর ২০১৭

হিগুয়াইনের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দল আর্জেন্টিনার জার্সিতে ব্যর্থ হলেও ক্লাব দল জুভেন্টাসের হয়ে আলো ছড়িয়ে চলেছেন গঞ্জালো হিগুয়াইন। ইতালিয়ান সিরি’এ লীগে দারুণ ফর্মে আছেন তারকা এই ফরোয়ার্ড। শনিবার রাতে তার করা দুই গোলেই স্বাগতিক এসি মিলানকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ম্যাচে প্রথম গোল করে সিরি’এ লীগে গোলের সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন সাবেক রিয়াল তারকা হিগুয়াইন। এই জয়ে পয়েন্টের হিসেবে শীর্ষে থাকা নেপোলিকে ধরে ফেলেছে জুভেন্টাস। দু’দলেরই ভা-ারে জমা ২৮ পয়েন্ট করে। তবে গত রাতে জয় বা ড্র পেলেই এককভাবে শীর্ষে থাকবে নেপোলি। সানসিরোতে ম্যাচের ২৩ মিনিটে দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে দেন হিগুয়াইন। স্বদেশী পাওলো দিবালার বাড়ানো বল ডি বক্সের মাথায় পেয়ে সামনে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন তারকা। বিরতির ঠিক আগে সমতায় ফিরতে পারতো স্বাগতিকরা। কিন্তু ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড নিকোলা কালিনিচের শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। বিরতির পর ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হিগুয়াইন। বাঁ দিক থেকে ঘানার মিডফিল্ডার কোয়াদো আসামোয়া পাস দেন দিবালাকে। কিন্তু ছেড়ে দেন তিনি। ডান দিকে বলটি নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে পোস্ট ঘেঁষে জালে জড়ান হিগুয়াইন। এবারের লীগে হিগুয়াইনের এটা ষষ্ঠ আর সব প্রতিযোগিতায় সপ্তম গোল।
×