ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিসিবি নির্বাচনের আনুষ্ঠানিকতা আজ

প্রকাশিত: ০৫:৩০, ৩১ অক্টোবর ২০১৭

বিসিবি নির্বাচনের আনুষ্ঠানিকতা আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ঘোষিত তফসিল অনুসারে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে সেটা এখন আনুষ্ঠানিকতার পর্যায়ে রয়েছে। কারণ, মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে গত পরিচালনা পর্ষদে থাকা ২২ জনেরই কোন প্রতিদ্বন্দ্বী ছিল না। তাই তারা বিনাযুদ্ধে আবারও পরিচালক নির্বাচিত হয়ে গেছেন। তবে এরপর বিসিবি সুযোগ পাচ্ছে নির্বাচন অনুষ্ঠানের। কারণ, ঢাকার দুই পদে চার প্রার্থী এবং বরিশালে ১ পদের জন্য দুই প্রার্থী আছেন। এ কারণে এই তিনটি পদের জন্য আজ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবি কার্যালয়েই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় চূড়ান্ত ফলাফলে ঘোষণা করা হবে নির্বাচিত পরিচালকদের নাম, যা প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ২য় তলা, মিরপুর-২ এবং সংশ্লিষ্ট অফিসসমূহের নোটিস বোর্ড এবং জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত ফল বেলা তিনটায় ঘোষণা করা হবে। রবিবার ছিল প্রার্থিতা চূড়ান্ত করার দিন। দুপুর ১২টা পর্যন্ত সময় ছিল মনোনয়ন প্রত্যাহারের সময়। আর ওই সময়ের পরই যখন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয় তখন নিশ্চিত হয়ে যায় ২০ পরিচালকের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া। নির্বাচিত সকলেই গত নির্বাচিত পরিচালনা পর্ষদেই ছিলেন। অবশ্য ক্লাব ক্যাটাগরিতে নির্বাচন হতো, কারণ নির্ধারিত ১২ পদের জন্য মনোনয়ন ছিল ১৪ জনের। এর মধ্যে আহমেদ সাজ্জাদুল আলম ববি ও এনায়েত হোসেন সিরাজ মনোনয়ন প্রত্যাহার করে নেয়াতে সেখানেও নির্বাচন না হওয়া নিশ্চিত হয়ে যায়। তবে এ দু’জনও পরবর্তীতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটা থেকে পরিচালক হয়েছেন। বিসিবির সংশোধিত গঠনতন্ত্র অনুসারে এনএসসি থেকে দুই পরিচালক বোর্ডে থাকার নীতি রয়েছে। সে কারণেই গত বোর্ডে থাকা এ দু’জন এনএসসির কোটা নিতি হওয়ায় ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়ন প্রত্যাহার করেন। আজ নির্ধারিত সময়ে বাকি তিন পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা বিভাগের দুটি পদের জন্য চার প্রার্থীর লড়াই হবে। সেখানে আছেন গতবারের নির্বাচিত পরিচালক নাঈমুর রহমান দুর্জয়, নরসিংদী থেকে শাহিনুল ইসলাম, নারায়ণগঞ্জ থেকে তানভীর আহমেদ টিটু এবং কিশোরগঞ্জ থেকে সৈয়দ আশফাকুল ইসলাম। এর মধ্যে দুর্জয় ও টিটু সদ্য সাবেক হওয়া বোর্ডের প্যানেলের সমর্থনপুষ্ট। তাই তাদের নির্বাচিত হওয়ারই জোর সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের নির্বাচনে এক পদের জন্য দুই প্রার্থী হচ্ছেন সাবেক পরিচালক এমএ আউয়াল চৌধুরী ভুলু এবং বরগুনা জেলা ক্রীড়া সংস্থার মোহাম্মদ আলমগীর খান।
×