ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ৯

প্রকাশিত: ০৫:৩০, ৩১ অক্টোবর ২০১৭

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ৯

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় নরসিংদীতে দুই শিক্ষকসহ নয়জন নিহত এবং ২৭ জন আহত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী সদর উপজেলার কান্দাইল বাসস্ট্যান্ড এবং শিবপুরের কারারচর এলাকায় সোমবার সকালে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। জানা গেছে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ শেষে মাইক্রোবাসে সিলেট ফেরার পথে সোমবার সকাল ৭টায় কান্দাইল বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চার যাত্রী ঘটনাস্থলে নিহত এবং দুই যাত্রী নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনাস্থলে নিহতরা হলেনÑ আবদুল বাছেদ (৩৫), হেলাল মিয়া (২৬), কাউছার হাবিব (৩৩) ও শব্দর আলী (৩২) এবং নরসিংদী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবুল হোসেন (৩২) ও মোঃ রেজাউল করিম (৩৮)। এ ঘটনায় আহত ২৩ জনকে নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও মাইক্রোবাসটি উদ্ধার করেন। মাধবদী থানার ওসি ইলিয়াছ মোল্লা জানান, তাৎক্ষণিকভাবে ঘটনায় উদ্ধারকৃত হতাহতদের পরিচয় মেলেনি। বাস ও মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। অপর দুর্ঘটনাটি ঘটেছে শিবপুর উপজেলার কারারচর নামক স্থানে সোমবার সকাল ৯টায়। যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই শিক্ষকসহ তিনজন নিহত এবং অপর চারজন আহত হয়েছেন। শিবপুর থানার ওসি সৈয়দুজ্জামান জানান, হবিগঞ্জ থেকে ঢাকাগামী অগ্রদূত পরিবহনের যাত্রীবাহী বাস কারারচর এলাকায় পৌঁছলে লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আরমান মিয়া (৫০), দগরিয়া মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় চিনিশপুর জামে মসজিদের ইমাম মাছুম বিল্লাহ (৩২) ও লেগুনাচালক সুজন (২০) ঘটনাস্থলেই নিহত হন। আহত হন লেগুনার যাত্রী সোহাগ (২৬), সামসুল হক (২৭), ফাতেমা বেগম (৩৫) ও সালমা বেগম (২২)। এদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাভারে কলেজছাত্র নিহত ॥ নিজস্ব সংবাদদাতা জানান, সাভারে তেলবাহী লরির চাপায় সিফাত আহমেদ প্রান্ত (২৬) নামে এক কলেজছাত্র নিহত এবং আহত হয়েছে শিবলু নামে আরও একজন। সোমবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানার ‘পাকিজা’ এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বিকেলে রাজধানীর কাওরানবাজার এলাকার ‘আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়’-এর কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র প্রান্ত ও তার বন্ধু শিবলু মোটরসাইকেলযোগে মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড থেকে সাভার বাজার বাসস্ট্যান্ডে যাওয়ার সময় ‘পাকিজা’ এলাকায় একটি রিক্সার সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি তেলবাহী লরি তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই প্রান্ত মারা যায়। মুমূর্ষু অবস্থায় শিবলুকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কুষ্টিয়ায় আহত ১০ ॥ নিজস্ব সংবাদদাতা জানান, কুষ্টিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুরের নওয়াপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। মাগুরায় বাসের হেলপার নিহত ॥ সোমবার বিকেলে সদর উপজেলার মান্দারতলা নামকস্থানে সড়ক দুর্ঘটনায় মজনু শেখ (২০) নামে বাসের হেলপার নিহত হয়েছে। নিহত মজনু শেখ মাগুরা সদর উপজেলার বেরইল গ্রামের মতিয়ার শিকদারের ছেলে। মাগুরা সদর উপজেলার মান্দারতলা নামকস্থানে আখী পরিবহন নামে বাসের হেলপার গেটের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে বাস থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×