ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোহলির কাছে জয়টাই আসল

প্রকাশিত: ০৫:৩০, ৩১ অক্টোবর ২০১৭

কোহলির কাছে জয়টাই আসল

স্পোর্টস রিপোর্টার ॥ কানপুরের ম্যাচে নিউজিল্যান্ডের সামনে সুযোগ ছিল ইতিহাস গড়ার। প্রথম বারের মতো ভারতের মাটিতে সিরিজজয়ের হাতছানি। ৩৩৭ রানের জবাব দিতে নেমে দুর্দান্ত কেন উইলিয়ামসনের দল হেরেছে মাত্র ৭ রানে। প্রথম ম্যাচেই জয়, সিরিজ নির্ধারণী লড়াইয়ে এমন ফাইট সব মিলিয়ে প্রতিপক্ষ অধিনায়ক বিরাট কোহলিরও অতিথিদের বাহবা দিয়েছেন। ম্যারাথন সেঞ্চুরিতে রেকর্ড দ্রুততম ৯ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি নিজেও। আইসিসি র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ফের উঠে এসেছেন এক নম্বরে। তবে এ সব ছাপিয়ে দলের জয়টাকেই বড় করে দেখছেন ভারতীয় ক্রিকেটের সুপার হিরো, ‘আগেও বলেছি, আমি কখনো ব্যক্তিগত রেকর্ডের জন্য খেলি না। আমার কাছে দলের সাফল্যটাই সবার আগে। সিরিজটা ছিল মনে রাখার মতো। এজন্য প্রতিপক্ষকে ধন্যবাদ, তারা আমাদের সেরাটা দিতে বাধ্য করেছে।’ বলেন কোহলি। ভারতের ইনিংসে সেঞ্চুরি দুটি। কোহলি ১১৩ ও রোহিত শর্মার ১৪৭। আর কোনো সেঞ্চুরি ছাড়াই ৩৩১/৭এ থামে নিউজিল্যান্ডের সংগ্রহ। টম লাথাম (৬৫)-হেনরি নিকোলস (৩৭) ব্যাট করার সময় তো মনে হচ্ছিল সফরকারীরা ইতিহাসটা গড়েই ফেলবে। ৩/৪৭ কিন্তু ‘ডেথ ওভারে’ জাসপ্রিত বুমরাহর অসাধরণ বোলিংয়ের কাছেই হার মানে উইলিয়ামসনের দল। কোহলি বলেন, ‘দিনে দিনে বুমরাহ আমাদের জন্য নির্ভরযোগ্য হয়ে উঠেছে। এর আগেও ও এভাবে ডেথ ওভারে দলকে জিতিছে। আর শিশির পড়ায় রাতে বল গ্রিপ করাটাও যেখানে সমস্যা ছিল, সেখানে ও সত্যি অসাধারণ বল করেছে।’ শিশির ফ্যাক্টর নিয়ে ভারত অধিনায়ক আরও যোগ করেন, ‘এত শিশির পড়ছিল যে, একটা সময় মনে হচ্ছিল ২২ জন ফিল্ডারও যথেষ্ট নয়। তবু ছেলেরা যে সামলে দিয়েছে এটাই গর্বের।’ এদিন একই সঙ্গে তিন তিনটি অর্জনে নাম লিখিয়েছেন কোহলি। এবি ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলে ওয়ানডেতে গড়েছেন দ্রুততম ৯ হাজার রানের নতুন রেকর্ড। মাত্র ষষ্ঠ ভারতীয় হিসেবে ৯ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন সময়ের সফল ব্যাটসম্যান। আগের পাঁচ ব্যাটসম্যান হলেন শচীন, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, মোহাম্মদ আজহার উদ্দিন ও মহেন্দ্র সিং ধোনি। ২০১৭ সালে কোহলির মোট আন্তর্জাতিক রান ২০০০এর ওপরে, ওয়ানডেতে ১৪৬০। এক ক্যালেন্ডার ইয়ারে এটি তার নিজের অতীতের যে কোন সময়ের সর্বোচ্চ। এদিন সেঞ্চুরির পর ফের আইসিসি র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন কোহলি। গত ২০ অক্টোবর এবি ডি ভিলিয়ার্সের কাছে জায়গা হারিয়েছিলেন। সেই সঙ্গে ক্যারিয়ার-সর্বোচ্চ রেটিংও অর্জন করেছেন কোহলি। সিরিজে তিন ম্যাচে কোহলির রান ২৬৩। এর মধ্যে মুম্বাইয়ে প্রথম ও শেষ ওয়ানডেতে হাঁকিয়েছেন সেঞ্চুরিÑ ১২১ ও ১১৩। কোহলির রেটিং পয়েন্ট এখন ৮৮৯। যেটি কোন ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ। ১৯৯৮ সালে শচীন টেন্ডুলকরের রেটিং ছিল ৮৮৭। বছরের শুরুতে সেটি স্পর্শ করার পর কোহলি এবার ছাড়িয়ে গেলেন। কোহলির নেতৃত্বে উড়ছে ভারত। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের পর ফের কিউদের বিপক্ষে টানা সিরিজ জয়। দু-দল তিন ম্যাচের টি২০ সিরিজে মুখোমুখি হবে। ১ নবেম্বর বুধবার দিল্লীতে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। ওয়ানডেতে এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর যেটি ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ আরও বেড়ে গেছে।
×