ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারত-আফগানিস্তান নতুন বাণিজ্য পথ চালু

প্রকাশিত: ০৪:৩৯, ৩১ অক্টোবর ২০১৭

ভারত-আফগানিস্তান নতুন বাণিজ্য পথ চালু

ইরানের কৌশলগত বন্দর চাবাহার হয়ে সমুদ্রপথে রবিবার ভারতীয় গমের প্রথম চালান আফগানিস্তানে পৌঁছেছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পাশ কাটিয়ে নতুন এই বাণিজ্য পথ চালু করেছে প্রতিবেশী ভারত। উপহার হিসেবে পাঠানো গমের চালান বোঝাই করে ভারতীয় জাহাজ পশ্চিমাঞ্চলীয় কন্দলা বন্দর থেকে রওনা দিয়ে ইরানে পৌঁছে এবং সেখান থেকে ট্রাকে ভরে তা আফগানিস্তানে নিয়ে যাওয়া হয়। খবর ডন অনলাইনের। ভারতীয় বাজারে আফগান পণ্য প্রবেশ অবাধ করতে গত বছরের জুনে দেশ দুটির মধ্যে মালবাহী বিমান চলাচলে নতুন একটি পথ চালু হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার শুরু হলো সমুদ্রপথের যাত্রা। গত আগস্টে নতুন আফগাননীতি জনসমক্ষে প্রকাশের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানকে সহায়তায় এগিয়ে আসতে ভারতের প্রতি আহ্বান জানান। বেরী সম্পর্কের কারণে নিজের অঞ্চল দিয়েও আফগানগামী ভারতীয় পণ্যবহনকারী পরিবহন চলাচল করতে দিচ্ছে না পাকিস্তান। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ রবিবার বলেছেন, গমের এই চালান হস্তান্তর ইরান, আফগানিস্তান ও তার দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের অবাধ প্রবাহের নতুন গতিমুখ হয়ে থাকবে। তিনি বলেন, সংস্কৃতি, বাণিজ্য, ঐতিহ্য, বিনিয়োগ, তথ্যপ্রযুক্তি, সেবা, কৌশল, মানুষ ও রাজনীতিসহ সবকিছুতে যোগাযোগের বৃদ্ধির পূর্ণ পরিসরকে আমরা উপলব্ধি করতে শুরু করেছি। গত বছর ভারত, আফগানিস্তান ও ইরান মিলে সিদ্ধান্ত নেয় যে মধ্য এশিয়ার ভূ-বেষ্টিত দেশগুলোর জন্য তারা একটি যৌথ বাণিজ্য পথ চালু করবে। ভারত চাবাহার বন্দর, তার সহযোগী সড়ক ও রেলপথ উন্নয়নের জন্য পঞ্চাশ কোটি ডলারে প্রতিশ্রুতি দিয়েছিল। জঙ্গী হামলায় ২২ পুলিশ নিহত ॥ আফগানিস্তানের দুটি আলাদা চেকপয়েন্টে হামলা চালিয়ে অন্তত ২২ পুলিশকে হত্যা করেছে দেশটিতে তৎপর জঙ্গীগোষ্ঠী তালেবান। দেশের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের খান আবাদ জেলার একটি চেকপয়েন্টে রবিবার সকালে তালেবানের অতর্কিত হামলায় ১৩ আফগান পুলিশ কর্মকর্তা নিহত হয়। প্রাদেশিক পুলিশ প্রধান আব্দুল হামিদ বলেছেন, ওই হামলায় চেকপয়েন্টে উপস্থিত মাত্র একজন পুলিশ প্রাণে রক্ষা পেয়েছেন। জেলার গবর্নর হায়াতুল্লাহ আমিরি জানিয়েছেন, হামলাকারীরা চেকপয়েন্টটি ধ্বংস করে দিয়ে একটি হামভি সামরিক যান ছিনতাই করে নিয়ে গেছে।
×