ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশিত: ০৪:০৪, ৩১ অক্টোবর ২০১৭

জাসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে দলের পক্ষ থেকে নানান কর্মসূচী নেয়া হয়েছে। ১৯৭২ সালের এই দিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে মেজর (অব) এমএ জলিলকে আহ্বায়ক এবং আ স ম আব্দুর রবকে যুগ্ম-আহ্বায়ক করে ৭ (সাত) সদস্যের কমিটি ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাসদ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ (মঙ্গলবার) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে শহীদ ও প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে দেশবাসী ও জাসদের সর্বস্তরের নেতাকর্মী-সমর্থক-শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তারা জাসদের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা দলের সংগ্রাম এগিয়ে নিতে জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, জেল-জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা বলেন, জাসদের ৪৫ বছরের পত্র-পত্রিকায় প্রমাণ হয়েছে, জাসদ নেতাদের দল নয়, কর্মীদের দল। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক দলের পাহারাদার মাত্র। দীর্ঘ পথপরিক্রমায় ২০০৮ সালের নির্বাচনে জাসদ ১৪ দলীয় জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করে তিনটি আসনে বিজয়ী হয়। ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে সরকারের তথ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। প্রতিষ্ঠার পর থেকে দলীয় কোন্দলের কারণে বারবার ভাঙ্গনের মুখে পড়ে দলটি। স্বাধীনতার পর আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে ‘বৈজ্ঞানিক সমাজতন্ত্র’র সেøাগান নিয়ে যে জাসদের যাত্রা শুরু হয়েছিল, ১৯৭৫ সালে বিপ্লবের ব্যর্থ চেষ্টার পর ভাঙ্গা-গড়ার মধ্য দিয়ে চলতে চলতে এখন অনেকটাই নামসর্বস্ব।
×