ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাবেক সচিবের স্ত্রী আত্মহত্যা করেছেন

প্রকাশিত: ০৪:০৪, ৩১ অক্টোবর ২০১৭

সাবেক সচিবের স্ত্রী আত্মহত্যা করেছেন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে রবিবার রাতে লাইসেন্সকৃত পিস্তলের গুলিতে সাবেক সচিবের স্ত্রী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। নিহত মাহবুব সুফিয়া খান মানসিকভাবে অসুস্থ ছিলেন। থানায় এ সংক্রান্ত কাগজপত্র দাখিল করেছেন নিহতের স্বামী সাবেক সচিব মাহবুব রেজা খান। রবিবার রাতে ইন্দিরা রোডের ৮১/৪ নম্বর বাড়ির তৃতীয় তলার ৩ নম্বর ফ্ল্যাট থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুব রেজা খানের স্ত্রী মাহবুব সুফিয়া খানের (৫০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জনকণ্ঠকে জানান, মাহবুব সুফিয়া খানকে গুলিবিদ্ধ অবস্থায় ঘরের দরজা ভেঙ্গে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল জব্দ করা হয়েছে। ওই পিস্তলের বুলেটেই সুফিয়া খানের মৃত্যু হয়। পিস্তলটি নিহতের স্বামীর নামে লাইসেন্স করা। মানসিকভাবে অসুস্থ সুফিয়া খান তার স্বামীর পিস্তল দিয়েই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রায় শতভাগ নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও মৃত্যুর পেছনে আরও কোন কারণ আছে কিনা তা জানার চেষ্টা চলছে। শেরে বাংলা নগর থানার ওসি গণেশ গোপাল বিশ্বাস জনকণ্ঠকে জানান, নিহতের বুকের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে নিহতের স্বামীর কাছে হস্তান্তর করা হয়েছে। ইন্দিরা রোডে বাসা থেকে পিস্তলটি জব্দ করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, সুফিয়া মানসিকভাবে অসুস্থ ছিলেন। পরিবারের সবার সঙ্গে কথা বলে এবং তদন্তে প্রাথমিকভাবে সুফিয়া আত্মহত্যা করেছেন বলে অনেকটাই নিশ্চিত। নিহতের স্বামী থানায় অনেক কাগজপত্র দাখিল করেছেন। সেই কাগজপত্র মোতাবেক সুফিয়া খান ২০০৭ সাল থেকে মানসিকভাবে অসুস্থ ছিলেন। মৃত্যুর পেছনে অন্য কোন কারণ আছে কিনা তা জানার চেষ্টা চলছে। ঢাকা মেডিকেল কলেজ থেকে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
×