ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আসামির স্বীকারোক্তি

চাচির পরকীয়া কাণ্ড দেখে ফেলায় পুড়িয়ে মারা হয় আজিজাকে

প্রকাশিত: ০৪:০৩, ৩১ অক্টোবর ২০১৭

চাচির পরকীয়া কাণ্ড দেখে ফেলায় পুড়িয়ে মারা হয় আজিজাকে

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ কিশোরী স্কুলছাত্রী আজিজাকে পুড়িয়ে হত্যা মামলার এজাহার নামীয় আসামি তমুজা বেগমের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা শিবপুর থানার উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম সোমবার সকালে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করেন। আদালত তমুজার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে পুলিশী হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। তমুজাকে রবিবার বিকেলে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শিবপুর থানার ওসি সৈয়দুজ্জামান জানান, কিশোরী আজিজাকে (১৩) মোবাইল ফোন চুরির অভিযোগে হত্যার কারণ দেখিয়ে আজিজার পিতা আবদুছ ছাত্তার কর্তৃক শনিবার রাত ১১ টায় সাত আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হলেও তদন্তে ভিন্নতা প্রকাশ পায় । তদন্তে জানা যায়, মোবাইল চুরি নয় চাচি বিউটি বেগমের পরকীয়া সম্পর্ক ও অনৈতিক কার্যকলাপ দেখে ফেলার জের হিসেবে আজিজাকে হত্যা করা হয়েছে। মামলার এজাহার নামীয় আসামি তমুজা বেগম গ্রেফতার হওয়ার পর পুলিশের কাছে এ ঘটনার কথা স্বীকার করেন। তমুজা এ ঘটনার জন্য বিউটি বেগম ও তার আত্মীয়স্বজনদেরকে দায়ী করেন বলে তিনি জানান। বিউটি বেগম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এ দিকে আজিজার পিতা ও মামলার বাদি আবদুছ ছাত্তার জানান, পারিবারিক সুনাম নষ্ট হবে এটা বুঝে আমি মামলায় আমার ভাইয়ের বউ বিউটির নামে পরকীয়ার ঘটনাটি উল্লেখ করি নাই। এখন আমার ফুফু তমুজা বেগমের মুখ থেকে সকল বিষয় অবগত হয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেছি। শিবপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রেজোয়ান আহমেদ জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে । এরই মধ্যে তমুজা নামে এক নারী আসামি গ্রেফতার হয়েছে। আদালত কর্তৃক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। স্বল্প সময়ের মধ্যেই সকল আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখিসহ প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে । অপর দিকে নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে আজিজা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি অব্যাহত রয়েছে।
×