ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পদ্মা লাইফের উদ্যোক্তা শেয়ার হস্তান্তরের ঘোষণা

প্রকাশিত: ০৩:৫৮, ৩১ অক্টোবর ২০১৭

পদ্মা লাইফের উদ্যোক্তা শেয়ার হস্তান্তরের ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪ উদ্যোক্তা ও উদ্যোক্তা পরিচালক ১০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। জানা গেছে, উদ্যোক্তা ইউসুফ ওয়াজেদ আলী চৌধুরী তার হাতে থাকা ৩ লাখ ৪০ হাজার শেয়ারের মধ্যে ৫০ হাজার শেয়ার তার ছেলে ইউসুফ রুবায়েত ওয়াজেদের কাছে, উদ্যোক্তা মোঃ আব্দুল বশির ৩ লাখ ৫৩ হাজার ৬০০টি শেয়ারের মধ্যে ৫০ হাজার শেয়ার তার মেয়ে মিসেস ফাতেমা লাইবা আফরোজের কাছে, উদ্যোক্তা পরিচালক ড. নাদেরা সাবেরিন ১২ লাখ ৯ হাজার ৬০০টি শেয়ারের মধ্যে তার ছেলে হায়দার জাফর হাবিবের কাছে ৪ লাখ শেয়ার এবং উদ্যোক্তা পরিচালক ড. এবিএম জাফর উল্লাহ ১৯ লাখ ৫০ হাজার শেয়ারের মধ্যে তার ছেলে হায়দার জাফর হাবিবের কাছে ৫ লাখ শেয়ার হস্তান্তর করবেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এ শেয়ার হস্তান্তর সম্পন্ন করতে হবে উদ্যোক্তা ও উদ্যোক্তা পরিচালকদের। -অর্থনৈতিক রিপোর্টার ১৬ লাখ টন কম চাল উৎপাদন হবে এ বছর গত অর্থবছরের তুলনায় চলতি ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশের চাল উৎপাদন কমবে প্রায় ১৬ লাখ টন। শুধু বাংলাদেশ না চীন, ভারত, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে কমতে পারে চালের উৎপাদন। বিশ্বব্যাংকের কমোডিটি মার্কেট আউটলুট-২০১৭ অক্টোবর মাসে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়েছে, ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশে ৩ কোটি ৪৬ লাখ টন চাল উৎপাদন হয়। চলতি অর্থবছরে তা ৩ কোটি ৩০ লাখ টনে নেমে আসতে পারে। খাদ্য ঘাটতি পূরণে ১৭ লাখ টন চাল আমদানি করতে পারে বাংলাদেশ। অন্যদিকে চীন, ভারত, ইন্দোনেশিয়ায়ও গত অর্থবছরের তুলনায় চাল উৎপাদন কমতে পারে ১৩ লাখ টন। আর ১৪ লাখ টন উৎপাদন কমতে পারে যুক্তরাষ্ট্রে। এছাড়া ফিলিপাইন, ব্রাজিল, জাপানেও কমবে ওই খাদ্যপণ্যের উৎপাদন। আর ঘাটতি পূরণে চালের আমদানি বাড়াতে পারে চীন, নাইজেরিয়া, ফিলিপাইন, আইভরি কোস্ট এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ। -অর্থনৈতিক রিপোর্টার
×