ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ পেরেরার

প্রকাশিত: ১৮:০২, ৩০ অক্টোবর ২০১৭

নিরাপত্তা ব্যবস্থায়  সন্তোষ পেরেরার

অনলাইন ডেস্ক ॥ তিন ম্যাচ টি-টোয়েন্টির শেষটিতে গতকাল পাকিস্তানের লাহোরে স্বাগতিকদের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। দীর্ঘ আট বছর পর পাকিস্তানে খেলতে যাওয়া লঙ্কান দলকে নজিরবিহীন নিরাপত্তা দিয়েছে পাকিস্তান। কোনো অঘটন ছাড়া সফলভাবে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ায় ম্যাচ শেষে নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শ্রীলঙ্কা অধিনায়ক থিসারা পেরেরা। সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথম দুটিতে পাকিস্তানের বিপক্ষে হারে শ্রীলঙ্কা। প্রতিরোধের লক্ষ্য নিয়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শেষ ম্যাচে মাঠে নামলেও এখানেও ৩৬ রানে হেরেছে লঙ্কানরা। তবে দল হারলেও স্বাগতিকদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশংসা করেছেন পেরেরা। এ প্রসঙ্গে লঙ্কান টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো ছিল।পাকিস্তান এবং দেশটির সমর্থকদের প্রতি আমরা বেশ খুশি। তারা বেশ বন্ধুভাবাপন্ন ও ক্রিকেট পাগল সমর্থক।’ তরুণ দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে হারলেও তারা ক্রমেই উন্নতি করছেন জানিয়ে পেরেরার বক্তব্য, ‘অধিনায়ক হিসেবে আমি ক্রিকেট খেলাটাকে উপভোগ করি। আমার দল প্রতি ম্যাচেই উন্নতি করছে। আমাদের খেলোয়াড়রা এখনও বেশ তরুণ। তবে ক্রিকেটে আধিপত্য করার মতো মেধা ও দক্ষতা তাদের রয়েছে।’ ২০০৯ সালে শ্রীলঙ্কা টিম বাসের ওপর সন্ত্রাসী হামলার পর টেস্ট খেলুড়ে বড় কোনো দল পাকিস্তানে সফর করেনি। তবে অনেক আলোচনা ও সমঝোতার পর দীর্ঘ ৮ বছর পর পাকিস্তানে আন্তর্জাসতিক ম্যাচ খেললো শ্রীলঙ্কা।
×