ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

প্রকাশিত: ০৭:২৭, ৩০ অক্টোবর ২০১৭

রূপগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৯ অক্টোবর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপে ধাওয়া, পাল্টাধাওয়া, ফাঁকা গুলিবর্ষণ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে ঘটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, চনপাড়া ইউনিয়নের (প্রস্তাবিত) আওয়ামী মহিলা লীগের সভাপতি ও ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টির সঙ্গে বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি আনোয়ার হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক মাস আগেও দুই গ্রুপের মধ্যে ধাওয়া, পাল্টাধাওয়া, ফাঁকা গুলিবর্ষণ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সময় সংঘর্ষে উভয়পক্ষের গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়। রবিবার সন্ধ্যা সাতটার দিকে বিউটি আক্তার কুট্টি সমর্থিত শাহাদাত নামে এক কর্মীকে চর-থাপ্পড় মারে আনোয়ার হোসেন। এর পর বিষয়টি কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলী বিষয়টি মীমাংসা করে দেবেন বলে আশ্বস্ত করেন। কিন্তু বিষয়টি কোন পক্ষই না মেনে ধারালো ও বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একপক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায়। শুরু হয় ধাওয়া, পাল্টাধাওয়া, দোকানপাট, অফিস, বাড়িঘর ভাংচুর, ও রক্তক্ষয়ী সংঘর্ষ। এ সময় ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছোটাছুটি করতে শুরু করে। ১০ থেকে ১৫ দোকানঘর, অফিস ও বাড়িঘর ভাংচুর করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের হাছান মুহুরি, মুর্শেদা, স্বপন, জুয়েল, ফারুক, রহিম, রুবেল, হাসান, মোজাহিদ, জনি, ইমাম হাসান, শাহজাহান, উজ্জলসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
×