ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদেশী খাবার-দাবার

প্রকাশিত: ০৫:৫৬, ৩০ অক্টোবর ২০১৭

বিদেশী খাবার-দাবার

প্রকৃতিগতভাবেই আমরা একটু বেশি আড্ডাবাজ। শুধু আড্ডাবাজই নয়, বাঙালী ভোজনবিলাসী জাতি। খাবারের উপাদান যাই হোক না কেন খাবারে শুধু স্বাদ থাকা চাই। এছাড়া যেন আড্ডা জমে না। তাই আজকাল সবাই যেন আড্ডা দিতে সন্ধ্যা রাতে ভিড় জমাতে থাকে খাবারের দোকানগুলোতে। কেউ আসে প্রেমিককে সঙ্গে নিয়ে, আবার কেউ আসে বন্ধুকে নিয়ে। রাত বাড়তে থাকে আড্ডাও জমতে থাকে। রেস্টুরেন্টগুলো বেশ নানারকম বিদেশী খাবারের পসরা নিয়ে জমে উঠেছে। এরকম কিছু খাবার রেস্টুরেন্টের খোঁজ-খবর নিয়ে লিখেছেন- জামিল উর রহমান এলটিটিউড ধানমন্ডির সাতমসজিদ রোডের কেবি স্কয়ারে লিফটের ২০১২ তে যাত্রা শুরু করে এলটিটিড। রেস্টুরেন্টটি একেবারে রুফটফে। স্টাফ চিকেন আর ফিশ বার্গারের জন্য বিকেল-সন্ধ্যা থেকে ভিড় জমে এখানে। এছাড়া পিৎজা, পাস্তা, ক্যাসেভিয়া, ফাজিতাস, স্টেক, পর্তুগীজ চিকেন, বিবিকিউ চিকেন পেরিপেরি সহ অসাধারণ সব খাবার। রিজেনেবুল প্রাইসে খেতে পারবেন এই এ্যালটিটিউডে। ইন্টোরিয়োর সাজানো হয়েছে খুব মনোরমভাবে। যা কিনা খাবারের পাশাপাশি আপনার মনকে ভালো করে দিতে পারে। খাবারের মান আর সার্ভিস শতভাগ ফ্রেস বলে জানান রেষ্টুরেন্ট কর্র্তৃপক্ষ। ছোটখাটো পার্টির ব্যবস্থা থাকছে। এছাড়া এখানে আপনি পাবেন ওসেন গ্রেপ, স্পেশাল ড্রিংকস, ভ্যানিলা ব্লুমন রেড স্ক্রু। কফি তো রয়েছেই। অকেশনালী অফারও থাকছেই আর পাচ্ছেন এই সপ্তাহ থেকে হ্যালোয়িন অফার। ফরিদ বোন এপেটিট আজকাল মানুষ হোটেল রেস্টুরেন্টে খেতে বেশি পছন্দ করে। বিকেল সন্ধ্যা কিংবা রাতে আড্ডা দেয়ার জন্য পছন্দের স্থানটাই এখন হোটেল-রেস্টুরেন্ট। তেমনি ফরিদ বোন এপেটিট রেস্টুরেন্টটি। ২০১৫ সাল থেকে রাজধানীর খিলগাঁওয়ে নানা রকম বিদেশী খাবার পরিবেশন করে আসছে। এ রেস্টুরেন্টটির পাস্তা বেশ সুস্বাদু। এছাড়াও ডিপডিশ পিৎজা, চাওমিন, পিৎজা, বার্গার, শর্মা, র‌্যাপ, বিভিন্ন ধরণের কারী, ফ্রাইড রাইস এবং ফ্রাইড চিকেন। আর অল্প দামে সেট মেনুতো থাকছেই যা কিনা শুরু ১৯৯ টাকা থেকে। ইন্টোরিয়োর চমৎকার ভাবে সাজানো হয়েছে। খাবারের প্রাইস একদমই রিজেনেবুল। খাবারের মান আর সার্ভিস পুরোটা দিতে বদ্ধ পরিকর এই রেস্টুরেন্টটি। ছোটখাটো পার্টির ব্যবস্থাও রয়েছে। রাইস এন্ড নুডুলস ধানমন্ডির সাতমসজিদ রোডে বেশ কিছু বিদেশী খাবারের দোকান রয়েছে। যার মধ্যে রাইস এন্ড নুডুলস অন্যতম। মজাদার আর বাহারী সব খাবারের পসরা সাজিয়েছে রেস্টুরেন্টটি। এই রেষ্টুরেন্টটির পরিবেশন স্টাইল চোখে লাগার মত। রাইস এন্ড নুডুলই এই রেস্টুরেন্টটির আকর্ষণ। এছাড়াও পাবেন ৪৯৯ টাকায় সেট মেনু যাতে থাকছে এগ ফ্রাইড রাইস, ২ কিং প্রণ,চওমিন, ভেজিটেবল, ২ কোরিয়ান উইংস সঙ্গে ড্রিংকস। আরো রয়েছে কোরিয়ান উইংস, চিকেন গার্লিক পেপার, স্প্রিং রুলের মত মজাদার সব খাবার। খাবারের মান আর সার্ভিস শতভাগ গ্যাারান্টি।
×