ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্যাকরণহীন ভালবাসা

প্রকাশিত: ০৫:৫৫, ৩০ অক্টোবর ২০১৭

ব্যাকরণহীন ভালবাসা

ইব্রাহিম নোমান॥ রাজিবের সঙ্গে প্রায় দুই সপ্তাহ পর দেখা হবে কল্পনার। রাজিবের চেহারা দেখেই কল্পনা বুঝতে পারে ওর কিছু একটা হয়েছে। সঙ্গে সঙ্গে জানতে চায় মন না শরীর খারাপ। কিছুই মুখে বলতে হয় না রাজিবের। কল্পনার এই আকুলতা কেবল প্রিয় সঙ্গীর জন্য। রাজিবেরও তাই। কল্পনার মন খারাপ হলে রাজিবের ইচ্ছে হতো পৃথিবীর সব সুখ এনে তার মন ভাল করে দিতে। প্রিয়জনের কাছ থেকে মনোযোগ পেতে ভাল লাগে আমাদের সবারই। একটু বাড়তি যত্ন, বাড়তি খোঁজখবর নেয়া, জানা অনেক কথা আবারও জানা, নতুন করে বার বার শোনা ‘ভালবাসি’ শব্দটা সব সম্পর্ককে করে আরও ঘনিষ্ঠ ও রোমান্টিক। ভালবাসার সম্পর্ক বদলে দেয় আমাদের জীবনকে। ভালবাসা যেন অক্সিজেনের মতো। অক্সিজেন ছাড়া যেমন আমাদের বেঁচে থাকা অসম্ভব তেমনি অসম্ভব বেঁচে থাকা স্নেহ-মমতার বন্ধন ছাড়া। তাই সারাজীবন আমাদের মন অপেক্ষায় থাকে এমন একজন মানুষের যে হবে আমাদের জন্য একেবারে পারফেক্ট। যার ভালবাসা পাওয়ার পর জীবন মনে হবে পূর্ণ। এই যে স্বর্গীয় ভালবাসা, তা কি শুধু শান্তিই দেয়? সেটা কিন্তু বদলেও দেয় আমাদের জীবন। এলোমেলো ছন্নছাড়া ছেলেটা হয়ে যায় একেবারে ভদ্র, দায়িত্বশীল। উদাসীন কবি কবি মেয়েটা হয়ে যায় রীতিমতো সমঝদার। হঠাৎ যেন বদলে যায় অনেক কিছু। শুধু বাইরে নয়, বদল আসে মনেও। মনোবিজ্ঞানীরা এই পরিবর্তনকে ব্যাখ্যা করেছেন এভাবে- নিজের কষ্টগুলো ভাগ করে নিতে আর ভয় থাকে না। প্রত্যেকটি মানুষের জীবনেই থাকে কিছু দুঃখ, কষ্ট, হতাশার গল্প। যেগুলো তারা কখনও কারও সাথেই শেয়ার করেন না। যত ঘনিষ্ঠ বন্ধুই হোক না কেন সেসব কথা শেয়ার করার ক্ষেত্রে অনেক সাবধানী হতে হয়, ভাবতে হয়। আপনি যখন একজন চমৎকার মানুষকে আপনার পারফেক্ট জীবনসঙ্গী হিসেবে পেয়ে যান তখন কেটে যায় আপনার ভয়। সাবলীল হয়েই আপনি মেলে ধরেন নিজেকে, প্রকাশ করেন সবটাই। কেটে যায় আপনার সমস্ত সঙ্কোচ। সঙ্গী যখন একেবারে মনের মতো তখন তার কাছে আর কোন সঙ্কোচই থাকে না। দেখতে কেমন লাগছে, পোশাকে মানাচ্ছে কি-না এসব চিন্তাই গায়েব হয়ে যায়। কারণ আপনি জানেন, আপনি যেমনি হন না কেন আপনার সঙ্গী আপনাকে ভালবাসেন। আপনার ভূষণকে নয়। আপনার পছন্দ-অপছন্দ সবই আপনি নির্দ্বিধায় প্রকাশ করতে পারেন আপনার সঙ্গীর কাছে। অনেক কিছুই হয়ত আপনার ভাল লাগে না। আপনি চান না করতে। একটি পারফেক্ট সম্পর্কে কোন বাধ্যবাধকতা থাকে না। আপনি স্বাধীনভাবেই নিজের মত প্রকাশ করতে পারেন। একটি সম্পর্ক কতটা গভীর তার ওপর নির্ভর করে আপনি মানুষটিকে কতটা ঘনিষ্ঠ হতে দেবেন। ঠিক যেমন মানুষ আপনি চাইছিলেন আপনার জীবনে তেমনই একজনকে যখন পেয়ে যান তখন আর কোন অভিযোগ থাকে না, সঙ্কোচ থাকে না। মানুষটির স্পর্শ মনে হয় একেবারে স্বাভাবিক এবং সহজ। সম্পর্কে বিশ্বাস অনেক বড় বিষয়। বিশ্বাস আছে মানে যেন অক্সিজেন আছে। হ্যাঁ, সম্পর্কেরও প্রয়োজন আছে শ্বাস নেয়ার। সে সম্পর্ক কখনও স্বাস্থ্যকর নয় যেখানে আপনার মন প্রশান্ত হয় না, ভালবাসার স্পর্শ স্নিগ্ধতা এনে দেয় না। ভালবাসা যেন ভোরের শিশির, ভালবাসা যেন দিগন্তজোড়া সবুজ আর সুনীল আকাশের মিলন। এ জন্যই শত কষ্ট-যন্ত্রণার মাঝেও ভালবাসার মানুষকে জড়িয়ে ধরলে মনে হয়, জীবনে আর কোন কিছু চাই না, শুধু এই আশ্রয়টুকু চাই। বিশ্বাসের দামে কেনা আশ্রয়ে বিশ্বাস ধরে রাখা খুব জরুরী। অহঙ্কার ছেড়ে দিন। আপনার অহঙ্কার আপনার সঙ্গীর কাছে আপনাকে অবিশ্বাসী করে তুলতে পারে। তিনি হয়ত কোথায় যাচ্ছেন, কি করছেন সবই বলছেন আপনাকে। কিন্তু আপনি সে সবের দরকারই বোধ করছেন না। তিনি আপনাকে নিজের জীবনে সবখানে জায়গা দিচ্ছেন। কিন্তু আপনি তাকে যোগ্যতায় আপনার সমান ভাবতে পারছেন না কোনভাবে। এতে সে আপনার সম্পর্কে অন্ধকারে থাকবে সবসময় এবং অল্পতেই তার মনে দানা বাঁধবে সন্দেহ। সঙ্গীর কাছে সম্পূর্ণ সৎ হন। তার প্রশ্নের উত্তর দিন আত্মবিশ্বাসের সঙ্গে নির্দ্বিধায়। প্রশ্ন এড়িয়ে যাওয়া মনে সন্দেহের সৃষ্টি করে। আপনার সঙ্গীর অধিকার আছে আপনার সম্পর্কে জানার। তাকে উত্তর দিন। তবে অবশ্যই আত্মসম্মান বয়ায় রেখে। আপনি যদি নিজের অবস্থান থেকে নিচে নামতে শুরু করেন তাহলে সেটা আপনার দুর্বলতা প্রকাশ করবে। মাথা উঁচু করে স্বচ্ছতা বজায় রাখুন সবসময়। ভালবাসা প্রকাশ করুন। আমরা অনেকেই যারা ইন্ট্রোভার্ট তারা মন খুলে ভালবাসা প্রকাশ করতে পারি না। ছোট ছোট আন্তরিক কথা, একই ‘ভালবাসি’ শব্দটি বার বার উচ্চারণ করা সম্পর্কের আন্তরিকতা বাড়ায়। আপনার সঙ্গী যখন অনুভব করেন, আপনি তার জীবনে সবচেয়ে দামী তখন সে নিশ্চিত বোধ করে। এই জন্য কৃতজ্ঞতা অনুভব করা এবং প্রকাশ করা খুবই জরুরী। কবি মহাদেব সাহার সগর্ব উচ্চারণ-ভালোবাসা ব্যাকরণ মানে না কখনো/হৃদয়ের চেয়ে বড়ো কোনো সংবিধান নেই/হৃদয় যা পারে তা জাতিসঙ্ঘ পারে না/গোলাপ ফোটে না কোনো ব্যাকরণ বুঝে। আসলে সম্পর্কে বিশ্বাস খুবই জরুরী। বলা হয়, ভালবাসার সম্পর্ক টিকে থাকে বিশ্বাস আর আস্থার ওপর। কখনও এই বিশ্বাসে চিড় ধরলে যেন বেজে যায় প্রলয় ঘণ্টা। সামান্য একটু ভুল বোঝাবুঝি বপন করতে পারে সন্দেহের বীজ, ধ্বংস করে দিতে পারে আপনার এতদিনের বন্ধন। হন খোলা ডায়েরি। সঙ্গীর কাছে কিছুই লুকাবেন না। হ্যাঁ, প্রতিটি ব্যক্তি সত্তাই আলাদা এবং প্রত্যেকেরই নিজস্ব কিছু স্পেস প্রয়োজন জীবনে। আপনার বন্ধু তার একটি গোপন কথা আপনার সঙ্গে শেয়ার করল। সেটি নিশ্চয়ই আপনি আপনার সঙ্গীকে বলে দেবেন না। আপনার বন্ধু এবং আপনার সম্পর্কের বিশ্বস্ততার প্রশ্নও রয়েছে। কিন্তু এমন বিষয় যা আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের মাঝে আস্থার প্রশ্ন তুলতে পারে তা অবশ্যই তাকে জানান। ভালবাসা, শ্রদ্ধা, স্নেহ যেমন সবার মাঝে আছে তেমনি রাগ, দুঃখ, আনন্দ, বেদনা সব কিছুই আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমাদের সবার জীবনেই মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরি হয় যখন অনিচ্ছা সত্ত্বেও রেগে যাই। আর তখন রেগে এমন কিছু আচরণ করি যা ভেবে পরে নিজেই লজ্জিত হই। এই অবস্থা কিন্তু নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই হয়। ভালবাসায় যেমন আছে স্বর্গীয় আনন্দ, তেমনি আছে বিষের চাইতেও অনেকটা তিক্ত আর কষ্টকর অনুভূতি। কিন্তু তবুও মানুষ ভালবাসে। অমৃত আর গরল-দুটোরই স্বাদ নেয়। কষ্ট পায়। দুঃখকে সঙ্গী করে নেয়। কিন্তু তবুও থেমে থাকে না ভালবাসার জয়গান। [email protected] মডেল : শ্রাবন্তি ও অমিত ছবি : নাঈম ইসলাম
×