ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার লীগে পরাশক্তিদের জয়

প্রকাশিত: ০৫:৪৭, ৩০ অক্টোবর ২০১৭

প্রিমিয়ার লীগে পরাশক্তিদের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে পরাশক্তিদের জয়জয়কার হয়েছে। শনিবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে টটেনহ্যাম হটস্পারকে, আর্সেনাল ২-১ গোলে সোয়ানসি সিটিকে, লিভারপুল ৩-০ গোলে হাডার্সফিল্ডকে, ম্যানচেস্টার সিটি ৩-২ গোলে ওয়েস্টব্রুমউইচকে ও চেলসি ১-০ গোলে হারিয়েছে বোর্নমাউথকে। বর্তমানে ১০টি করে ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানইউ, ২০ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম তিনে, ১৯ পয়েন্ট করে নিয়ে চেলসি ও আর্সেনাল যথাক্রমে চার ও পাঁচ নম্বরে। ১৬ পয়েন্ট নিয়ে লিভারপুল ছয়ে। ম্যানসিটির এ জয় টানা অষ্টম। ওয়েস্টব্রুমের বিরুদ্ধে রোমাঞ্চকর শুরুতে পাঁচ মিনিটের মধ্যে তিনবার বল জালে জড়ায় সিটি। শুরুটা করেন দশম মিনিটে সিটির লেরয় সানে। ফার্নন্ডিনহোর পাসে গোল করেন জার্মান এই মিডফিল্ডার। সেপ্টেম্বরে লীগ কাপের তৃতীয় রাউন্ডে এই দলের বিপক্ষে সিটির ২-১ ব্যবধানের জয়ে দুটি গোলই ছিল সানের। চলতি মৌসুমে এই নিয়ে আট গোল করা সানে গত সপ্তাহে বার্নলির বিপক্ষে ৩-০ জয়েও শেষ গোলটি করেছিলেন। তিন মিনিট পর খেলার ধারার বিপরীতে গোলটি শোধ করে দেন জে রড্রিগুয়েজ। স্বদেশী মিডফিল্ডার গ্যারেথ ব্যারির উঁচু করে বাড়ানো বল এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান ইংলিশ এই ফরোয়ার্ড। দুই মিনিট পর আবারও এগিয়ে যায় সিটি। সানের পাস পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে ব্রাজিলের মিডফিল্ডার ফার্নন্ডিনহোর শট প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে লাগার পর পোস্টে লেগে ভিতরে ঢুকে যায়। ৬১ মিনিটে বার্নার্ড সিলভাকে বসিয়ে রাহিম স্টার্লিংকে মাঠে নামান কোচ পেপ গার্ডিওলা। এর তিন মিনিট পর কাইল ওয়াকারের গোলমুখে বাড়ানো বল সহজেই জালে ঠেলে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন ইংলিশ মিডফিল্ডার স্টার্লিং। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে নিকোলাস ওটামেন্ডির ভুলে দ্বিতীয় গোল খায় সিটি। অন্যদিকে এ্যান্তোনিও মার্শিয়ালের একমাত্র গোলে টটেনহ্যাম হটস্পারকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দারুণ জয়ে খুশি সিটি কোচ গার্ডিওলা। তিনি বলেন, আপনি সবসময় চার, পাঁচ, ছয় গোলে জয় পাবেন না। সেটি অবাস্তব। ছেলেরা অসাধারণ খেলেছে। আরেক ম্যাচে ইডেন হ্যাজার্ডের একমাত্র গোলে স্বস্তির জয় নিয়ে ফিরেছে চেলসি।
×