ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাসাকাদজার সেঞ্চুরি

প্রকাশিত: ০৫:৪৭, ৩০ অক্টোবর ২০১৭

মাসাকাদজার সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ বুলাওয়েতে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টের শুরুটা ভাল হয়েছে স্বাগতিক জিম্বাবুইয়ের। প্রথমদিনেই সেঞ্চুরি তুলে নিয়েছেন হ্যামিল্টন মাসাকাদজা। ১০১ রান নিয়ে ব্যাট করছিলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ক্যারিয়ারের ৩৫তম টেস্টে এটি তার পঞ্চম সেঞ্চুরি। রবিবার প্রথমদিনে এ রিপোর্ট লেখার সময় বৃষ্টির জন্য খেলা বন্ধ ছিল। ৬১ ওভারে ৪ উইকেট হারিয়ে জিম্বাবুইয়ের সংগ্রহ তখন ১৬৯ রান। ৫২ রান করে আউট হয়েছেন পিটার মুর। তার আগে ব্যক্তিগত ৪, ০ ও ১ রানে সাজঘরে ফেরেন যথাক্রমে সুলেমান মিরে, ক্রেইগ অরভিন ও ব্রেন্ডন টেইলর। উল্লেখ্য, ইংলিশ কাউন্টি ছেড়ে দীর্ঘদিন পর দেশের জার্সিতে খেলছেন সাবেক অধিনায়ক টেইলর ও পেসার কাইল জার্ভিস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেমার রোচ দুটি, শ্যানন গ্যাব্রিয়েল ও রোস্টন চেজ নিয়েছেন একটি করে উইকেট। একই ভেন্যুতে প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে আছে জেসন হোল্ডারের নেতৃত্বাধীন উইন্ডিজ। দীর্ঘ প্রায় ১৪ বছর পর জিম্বাবুইয়ে সফর করছে ক্যারিবীয়রা। জিম্বাবুইয়ের জার্সিতে টেইলর-জার্ভিসের ফেরাটাই অবশ্য বেশি আলোচিত। পটপরিবর্তনের হাওয়ায় হিথ স্ট্রিক প্রধান কোচ, বোর্ডের গুরুত্বপূর্ণ পদে থাকা আরেক সাবেক অধিনায়ক তাতেন্ডা তাইবুর আন্তরিক প্রচেষ্টাতেই কাউন্টির জৌলুস ফেলে ঘরে ফিরেছেন অভিজ্ঞ দুই ক্রিকেটার। যা দলটির জন্য বেশ ইতিবাচক।
×