ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুসময়ে ফেদেরার

প্রকাশিত: ০৫:৪৪, ৩০ অক্টোবর ২০১৭

সুসময়ে ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ স্বপ্নের মতোই একটা মৌসুম কাটালেন রজার ফেদেরার। দুটি গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ছাড়াও বেশ কয়েকটি ডব্লিউটিএ শিরোপা নিজের শোকেসে তুলেছেন তিনি। তার সামনে এখন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফেরার চ্যালেঞ্জ। সেই পথে অনেকটাই এগিয়ে গেছেন ফেড এক্সপ্রেস। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা আরও একটি টুর্নামেন্টের ফাইনালের টিকেট কেটেছেন। দুর্দান্ত খেলেই বাসেল ওপেনের ফাইনালে জায়গা করে নেন তিনি। শিরোপা জয়ের লড়াইয়ে তিনি প্রতিপক্ষ হিসেবে পান আর্জেন্টাইন তারকা জুয়ান মার্টিন ডেল পোত্রোকে। শীর্ষ বাছাই রজার ফেদেরার নিজ ঘরের এই টুর্নামেন্টে রেকর্ড আটবার শিরোপা জিতেছেন। শেষ চারে তৃতীয় বাছাই বেলজিয়ামের ডেভিড গোফিনকে হারান তিনি। শনিবার টুর্নামেন্টের সেমিফাইনালে রজার ফেদেরার ৬-১ এবং ৬-২ গেমে পরাজিত করেন ডেভিড গোফিনকে। মাত্র ঘণ্টাখানেক লড়াই করেই ১৩ বারের মতো বাসেল ওপেনের ফাইনাল নিশ্চিত করেন তিনি। চলতি বছরে এটা তার অষ্টম ফাইনাল। চলতি সপ্তাহে চার ম্যাচে এটা তার তৃতীয় সরাসরি সেটে জয়। অন্যদিকে আরেক সেমিফাইনালে ডেল পোত্রো খুব সহজেই ৬-৪ এবং ৬-৪ গেমে পরাজিত করেন মারিন চিলিচকে। এর আগে ২০১২ ও ২০১৩ সালে টানা দুইবার বাসেলের শিরোপা জিতেছিলেন এই আর্জেন্টাইন তারকা। এবার শিরোপা জয়ের স্বপ্নে বিভোর তিনি। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ডেল পোত্রো বলেন, ‘ফাইনালে উঠতে পেরে আমি সত্যিই অবাক হয়েছিলাম। বেশ কয়েক বছর পরে টানা চতুর্থ সপ্তাহ পর্যন্ত টেনিস খেললাম। আমি এখনও সুস্থ অনুভব করছি। পুরো টুর্নামেন্টে ভালই খেলেছি। কিন্তু ফাইনালে সবকিছুই সম্ভব। আজ যা খেলেছি রজারের বিপক্ষে তার থেকেও ভাল খেলতে হবে।’ বছরের শেষ মুহূর্তে ভাল খেলায় নতুন মৌসুমে প্রেরণা যোগাবে বলেও মনে করেন তিনি। আর শিরোপার দৌড়ে ফেদেরারকেই এগিয়ে রাখেন আর্জেন্টাইন তরকা। এ প্রসঙ্গে ডেল পোত্রোর অভিমত, ‘বছরের শেষটা ভালই কাটছে। আগামী বছর যা অনুপ্রেরণা যোগাবে। এই টুর্নামেন্টে রজারই ফেবারিট, কিন্তু আমি এখনও আছি, দেখা যাক কি হয়।’ এ বছর ফেদেরারের সঙ্গে সুসময় পার করেছেন রাফায়েল নাদালও। মৌসুমের চার গ্র্যান্ডস্লামের চারটিই তারা সমান দুটি করে ভাগাভাগি করে নিয়েছেন। দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়ে চলতি মৌসুমেই আবারও শীর্ষে ওঠেন স্প্যানিশ টেনিস তারকা নাদাল। দীর্ঘদিনের প্রতিপক্ষ রাফায়েল নাদালকে পিছনে ফেলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে থেকে বছর শেষ করাটাই এখন ফেদেরারের সামনে বড় চ্যালেঞ্জ।
×