ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওয়ানডেতে দ্রুততম ৯ হাজারী ক্লাবে ঢুকলেন এই ব্যাটসম্যান

আরও এক কীর্তিতে কোহলির নাম

প্রকাশিত: ০৫:৪২, ৩০ অক্টোবর ২০১৭

আরও এক কীর্তিতে কোহলির নাম

স্পোর্টস রিপোর্টার ॥ অধিনায়ক হিসেবে টানা সিরিজ জয়ে সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে যাওয়া, পরে ব্যাট করে দলকে জেতানো সেঞ্চুরির সংখ্যায় আরেক গ্রেট শচীন টেন্ডুলকরকে টপকানো বিরাট কোহলি আসলে নিজেকে কোথায় নিয়ে যাচ্ছেন? ভারত তো বটেই, বিশ্ব ক্রিকেটেরই উৎসুক প্রশ্ন এটি। তার মাঝে আরও এক কীর্তি গড়লেন ‘সেনসেশনাল’ এ উইলোবাজ। গড়লেন ওয়ানডেতে দ্রুততম ৯০০০ রানের নতুন রেকর্ড। রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১১৩ রানের ম্যারাথন ইনিংস উপহার দেয়ার পথে এ কীর্তি গড়েন কোহলি। মাত্র ষষ্ঠ ভারতীয় হিসেবে ৯ হাজারি ক্লাবে নাম লেখালেন তিনি। পাশাপাশি ওয়ানডেতে এ বছর ১৪৬১ রান করে এক ক্যালেন্ডার ইয়ারে নিজের অতীত সংগ্রহকেও ছাড়িয়ে গেছেন কোহলি। সঙ্গে রোহিত শর্মার ১৪৭ রানের ওপর ভর করে ৬ উইকেটে ৩৩৭ রানের বিশাল স্কোর গড়ে তার দল ভারত। তবে কানপুরের ম্যাচে কোহলি-কীর্তিতে আর সবই যেন ঢাকা পড়ে গেছে। দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্স ২১৪ ওয়ানডের ২০৫ ইনিংসে ৯০০০ হাজার রান করেছিলেন। রেকর্ডটা ভেঙ্গে দিতে কোহলির লাগল ২০২ ম্যাচ ও ১৯৪ ইনিংস। সিরিজের প্রথম ম্যাচে ৩১তম সেঞ্চুরি হাঁকিয়ে রিকি পন্টিংকে ছাড়িয়ে গিয়েছিলেন। ওয়ানডে ইতিহাসে সেঞ্চুরি-সংখ্যায় তার সামনে এখন কেবলই শচীন (৫১)। কাল সেটিকে ৩২-এ নিয়ে গেছেন কোহলি। ৮,৯১৭ রান নিয়ে নামা ভারত অধিনায়কের আর ৮৩ রান হলেই ৯ হাজার পূর্ণ হতো। সেখানে রেকর্ডের পথে উপহার দিয়েছেন ১১৩ রানের দর্শনীয় ইনিংস। ১০৬ বলে এ রান করতে হাঁকিয়েছেন ৯ চার ও ১ ছক্কা। তার আগে ভারতের হয়ে ওয়ানডেতে ৯ হাজার রানের মাইলফলকে পা রাখা পাঁচ ব্যাটসম্যান হলেন শচীন, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, মোহাম্মদ আজহার উদ্দিন ও মাহেন্দ্র সিং ধোনি। ২০১৭ সালে সব সংস্করণ মিলিয়ে ২০০০ রানও পূর্ণ করেছেন কোহলি। চলতি বছর ওয়ানডতে তার মোট রান এখন ১৪৬১। ২৫ ইনিংসে এ রান করেছেন বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যান। ২০১১ সাল স্বপ্নের মতো কেটেছিল বিরাটের। ওই বছর এক বছরে ক্যারিয়ারের সর্বোচ্চ ১৩৮১ রান করেছিলেন। আর এ বছর নিজেকেই নিজে ছাড়িয়ে গেলেন। ২০১০ সালের পর এ রান ওয়ানডে ক্রিকেটে এক বছরে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৫ সালে মার্টিন গাপটিল ১৪৮৯ রান করেছিলেন। নিউজিল্যান্ড সিরিজের পর এ বছর শ্রীলঙ্কার বিপক্ষে আরও তিনটি ওয়ানডে খেলবে ভারত। যদিও বিসিসিআই বলছে, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে বিশ্রাম চেয়েছেন অধিনায়ক। ২০১৭ সালটা ভাল যাচ্ছে রোহিতেরও। গত ৪ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ৯১ রান করেছিলেন। আর আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪৭ রান করার পথে এ বছর পূর্ণ করেছেন হাজার রানের কোটা। এ বছর ১৮ ইনিংসে মোট ১০৬৩ রান করেছেন রোহিত। ক্যারিয়ার গড়টাও তার অসাধারণ, ৪৪. ১৬। এ বছরের পরিসংখ্যানে সেটি চোখ ধাঁধানো ৬৬.৮০। এ সময়ে সেঞ্চুরি ৫টি। পাশাপাশি ওয়ানডেতে তার ছক্কার সংখ্যা দেড় শ’ ছাড়িয়েছে। ১৬৫ ইনিংসে এই মাইলফলক ছুঁয়ে দ্রুততম তালিকার দুইয়ে রোহিত। ১৬০ ইনিংসে দেড় শ’ ছক্কা মেরেছিলেন বুম বুম খ্যাত সাবেক পাকিস্তানী তারকা উইলোবাজ শহীদ খান আফ্রিদি।
×