ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাশরাফিকে পাওয়া ভাগ্যের ব্যাপার’

প্রকাশিত: ০৫:৪২, ৩০ অক্টোবর ২০১৭

মাশরাফিকে পাওয়া ভাগ্যের ব্যাপার’

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে সবাই খেলতে চান। তিনি দলে থাকলে, তিনি নেতৃত্ব দিলে তো কথাই নেই। সৌভাগ্য মনে করাটাই স্বাভাবিক। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার রবি বোপারাও তাই মনে করেন। বলেছেন, ‘মাশরাফিকে দলে পাওয়া ভাগ্যের ব্যাপার।’ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) পঞ্চম আসর শুরু হবে ৪ নবেম্বর। শেষ হবে ১২ ডিসেম্বর। এবার রংপুর রাইডার্সের হয়ে খেলবেন মাশরাফি। দলের নেতৃত্ব দেবেন। সেই দলে আছেন বোপারাও। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৫ সালে খেলার পর থেকেই বিশ্বের সব টি২০ লীগে খেলে যাচ্ছেন বোপারা। বিপিএলে তো তিনি নিয়মিত ক্রিকেটার। বোপারা এবার মাশরাফির নেতৃত্বে খেলবেন। আর মাশরাফির সঙ্গে খেলাটাকে সৌভাগ্য হিসেবেই দেখছেন বোপারা। এ নিয়ে বলেছেন, ‘মাশরাফি এমনই এক প্লেয়ার যে কিনা নিজের শতভাগ উজাড় করে দিয়ে খেলে। তার মতো একজন অধিনায়ক দলে থাকলে কেউই আলস্য নিয়ে বসে থাকতে পারবে না। তাছাড়া সে একজন ভাল ক্রিকেটারও। তার বোলিং এ্যাকুইরিসি অসাধারণ। ব্যাটিংয়ে নেমে স্পিনারদেরও সে দারুণ খেলে। তার মতো ক্রিকেটার পাওয়া যে কোন দলের জন্যই ভাগ্যের।’ বিপিএলে অংশ নেয়ার জন্য পুরোদমে অনুশীলন করে যাচ্ছেন রংপুর রাইডার্সের ক্রিকেটাররা। বোপারাও অনুশীলন করছেন। মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন চলছে। চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নিয়েই এগিয়ে যাচ্ছে রংপুর। বোপারাই যেমন বলেছেন, ‘অবশ্যই আমরা জিততে চাই। আমি এখানে হারতে আসিনি।’ রংপুর দলে এবার দুর্দান্ত সব ক্রিকেটাররা আছেন। টি২০’র আদর্শ ক্রিকেটাররা আছেন। দলে দেশী ক্রিকেটারদের মধ্যে মাশরাফি, শাহরিয়ার নাফীস, শামসুর রহমান, ফজলে মাহমুদ, জিয়াউর রহমান, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, এবাদত হোসেন, সোহাগ গাজী, আবদুর রাজ্জাক, ইলিয়াস সানীদের সঙ্গে বিদেশী ক্রিকেটারদের মধ্যে ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককুলাম, রবি বোপারা, থিসারা পেরেরা, ডেভিড উইলি, সামিউল্লাহ সেনওয়ারি, কুশল পেরেরা, লাসিথ মালিঙ্গা, স্যামুয়েল বদরির মতো ক্রিকেটাররা রয়েছেন। এ ক্রিকেটারদের নিয়ে রংপুর এবার পঞ্চম বিপিএলে শিরোপা জিততে চায়। দলের কোচ হচ্ছেন টম মুডি। এর আগে মাশরাফির নেতৃত্বে ঢাকা দুইবার, কুমিল্লা একবার চ্যাম্পিয়ন হয়। বিপিএলে টানা তিনবার চ্যাম্পিয়ন হয় মাশরাফির নেতৃত্বে থাকা দল। মাঝখানে চতুর্থ আসরে মাশরাফি চ্যাম্পিয়ন হতে পারেননি। এবার আবার চ্যাম্পিয়ন হতে চান। এ জন্য দলও গড়া হয়েছে শক্তিশালী। বিদেশী টি২০ স্পেশালিস্ট ক্রিকেটারদেরই দলে ভেড়ানো হয়েছে। বোপারা বলেছেন, ‘বিপিএলে এর আগেও বড় বড় তারকা প্লেয়াররা খেলেছে। যেমন গত বছর সাঙ্গাকারা ও ব্রাভোর মতো অসংখ্য বড় বড় সব তারকা খেলেছে। আশা করছি এবারের প্রতিদ্বন্দ্বিতা বেশ ভালই হবে।’ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ দিয়ে এবারের বিপিএলের পর্দা উঠেবে। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে মোকাবেলা করবে গতবারের রানার্সআপ রাজশাহী কিংস। বোপারা মাশরাফির সঙ্গে খেললে অলস হওয়া যাবে না কোনভাবেই সেই বিষয়টিও সামনে তুলে ধরেন, ‘আপনি মাশরাফির জন্য খেলতে চাইবেন। সে নিজে শতভাগ ঢেলে দেয় মাঠে। তার অধীনে খেললে শতভাগ ঢেলে না দিয়ে উপায় নেই আপনার। তার অধীনে অলস হওয়া যাবে না কোনমতেই।’ সঙ্গে যোগ করেন, ‘সে নিখুঁত লাইন ও লেন্থে বল করে। ব্যাটসম্যান হিসেবে মারকুটে। মোটকথা সে রাজত্ব করতেই মাঠে নামে।’ টি২০ লীগ। স্বাভাবিকভাবেই পিচ ভাল হওয়া জরুরী। ব্যাটিং উইকেট হলেই ভাল। না হলে যে রানখরা দেখা যায়। বোপারা তাই বলেছেন, ‘পিচের ওপর অনেক কিছু নির্ভর করে। পিচ ভাল হলে ভাল একটা টুর্নামেন্ট হবে। খারাপ হলেও সেটা ইন্টারেস্টিং ব্যাপার। সব দলের বিপক্ষেই প্রতিদ্বন্দ্বিতা আশা করছি, তবে আমাদের জেতার মতো দল রয়েছে।’
×