ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাজার উন্নয়নে সিএসইর পাঁচ পদক্ষেপ

প্রকাশিত: ০৫:৩৩, ৩০ অক্টোবর ২০১৭

বাজার উন্নয়নে সিএসইর পাঁচ পদক্ষেপ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যবসা উন্নয়নে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পাঁচটি পদক্ষেপ গ্রহণ করেছে। সিএসইর ২২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্ত নেয়া হয়। রবিবার এজিএম পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে। পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে নিটিং সিস্টেম পুনরায় চালু করা, ট্রেকহোল্ডারদের নতুন শাখা অফিস খোলার অনুমোদন প্রদান, সাবসিডিয়ারি কোম্পানি গঠন, নতুন প্রোডাক্ট যেমন ডেরিবেটিভস, ইটিএম কমোডিটি এক্সচেঞ্জ ইত্যাদি চালু করা এবং সিএসইর নিজস্ব ভবন সিএসই টাওয়ার নির্মাণ। সভায় ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত ১৮ মাসের জন্য ঘোষিত ৬ শতাংশ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়াও সভায় সিএসইর পরিচালক হিসেবে মির্জা সালমান ইস্পাহানী এবং শাহজাদা মাহমুদ চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে সিএসইর চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন এবং ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
×