ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেনের পতন

প্রকাশিত: ০৫:৩৩, ৩০ অক্টোবর ২০১৭

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেনের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৬৪০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ২২ কোটি ১৩ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৬৬২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮২, কমেছে ২২৬ এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২২ পয়েন্ট কমে ৫ হাজার ৯৯৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩০৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৫৬ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো সাইফ পাওয়ার, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বিবিএস কেবল, প্রিমিয়ার ব্যাংক, আইডিএলসি, বিডিকম, শাহজালাল ইসলামী ব্যাংক ও উত্তরা ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো প্রিমিয়ার ব্যাংক, লিব্রা ইনফিউশন, ইস্টার্ন লুব্রিক্যান্ট, রেকিট বেনকিসার, ড্রাগন সোয়েটার, ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্ট, এনসিসি ব্যাংক, ফার্মা এইড, ন্যাশনাল ব্যাংক ও রূপালী ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো হাক্কানী পাল্প, আরামিট সিমেন্ট, স্ট্যান্ডার্ড সিরামিক, মোজাফফর হোসেন স্পিনিং, আরএফএল, দেশ গার্মেন্টস, সাফকো স্পিনিং, ফারইস্ট নিটিং এ্যান্ড ডাইং, মুন্নু জুট স্টাফলার ও বিডিকম। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৪৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৯, কমেছে ১৫৩ এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, ইউসিবি, সাইফ পাওয়ার টেক, ন্যাশনাল ব্যাংক, সিঙ্গার বিডি, বিবিএস কেবল, প্রিমিয়ার ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক।
×