ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জনতার ঢল না নামায় নিজেরাই হামলার নাটক সাজিয়েছে বিএনপি ॥ কাদের

প্রকাশিত: ০৫:২৪, ৩০ অক্টোবর ২০১৭

জনতার ঢল না নামায় নিজেরাই হামলার নাটক সাজিয়েছে বিএনপি ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ জনতার ঢল না নামায় শিরোনাম হতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে নিজেরাই পরিকল্পিতভাবে ছাত্রদল ও যুবদলকে দিয়ে হামলা চালিয়ে সরকারের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ছাত্রদল-যুবদল পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। জনতার ঢল না নামায় একটি বড় সংবাদের প্রয়োজন ছিল, সেজন্য এ হামলার নাটক সাজিয়েছে বিএনপি। রবিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করতে যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, উনি (খালেদা জিয়া) বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। উনি সার্কিট হাউস ব্যবহার করবেন, ভিআইপি রুমে অবস্থান করবেন। তার আপ্যায়ন ও অবস্থানের সময় যেন কোন ত্রুটি না হয়। তিনি বলেন, খালেদা জিয়া ফেনীতেও সুন্দরভাবে সার্কিট হাউস ব্যবহার করেছেন, চট্টগ্রামেও ব্যবহার করেছেন। কক্সবাজারেও তিনি থাকবেন, আমাদের কোন অসুবিধা না। আমরা কেন তাকে বাধা দেব? কেন বাধা দিয়ে একটা খারাপ খবরের শিরোনাম হবো? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির এটা পুরনো অভ্যাস। নিজেরা মারামারি করে আর সরকারের উপর দোষ চাপায়। তাদের এ হামলা ছিল পরিকল্পিত। বড় নিউজ সৃষ্টির জন্য বিএনপিই সুপরিকল্পিত নিজেদের গাড়িবহরে হামলা চালিয়েছে। তিনি বলেন, আমার কাছে খবর আছে ছাত্রদল ও যুবদলের মাধ্যমে এ ঘটনা ঘটিয়ে ছাত্রলীগ ও যুবলীগের ওপর দায় চাপানো হয়েছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়ারপার্সন রোহিঙ্গাদের দেখতে যাবেন এটা নিয়ে সরকারের কোন সমস্যা নেই। আমরা তাকে কেন বাধা দেব? ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বরেন, খালেদা জিয়ার গাড়িবহর ফেনীতে প্রবেশের আগে চৌদ্দগ্রাম সীমান্তে হঠাৎ করে কিছু মোটরসাইকেল এসে ঢিল মারা থেকে শুরু করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। সেখানে সাংবাদিকরাও আক্রান্ত হন। আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ কেন সাংবাদিকদের ওপর হামলা করতে যাবে? তার ভাষায়, লাখ লাখ জনতার উপস্থিতি যাতে দেখানো যায়, সেজন্যই খালেদা জিয়া সড়ক পথে গাড়িবহন নিয়ে কক্সবাজার যাচ্ছেন। কিন্তু সেটা যখন হচ্ছিল না, তখন ফেনীতে নিজের নির্বাচনী আসনের কাছে ঘটনা ঘটিয়ে দোষ দিলেন সরকারের ওপর। অসুস্থ খালেদা জিয়ার সড়কপথে যাওয়া নিয়ে প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, আমাদের বড় বিমান আছে। তিনি তাতে যেতে পারতেন। যেমন ফখরুল সাহেব এবং বিএনপির অন্য নেতারা গেছেন, ত্রাণ দিয়ে এসেছেন। কোন সমস্যা হয়নি। বিএনপি নেত্রী যেদিন লন্ডন থেকে দেশে ফিরেন তার আগের দিন ব্যারিস্টার মওদুদ সাহেব বললেন যে, চিকিৎসা অসম্পূর্ণ রেখে খালেদা জিয়া জনগণের কথা ভেবে দেশে ফিরেছেন। আমার প্রশ্ন হচ্ছে, অসুস্থ হলে বেগম জিয়া তাহলে এত দীর্ঘ সড়কপথ পাড়ি দিয়ে কেন কক্সবাজারে যাবেন? তিনি বলেন, এটা পুরোপুরি স্পষ্ট এখানে উপলক্ষ্যটা হচ্ছে মানবিক, কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে রাজনৈতিক। দীর্ঘ সাড়ে আট বছরে সাড়ে আট মিনিটও আন্দোলন করতে পারেনি। এখন হয় তো লন্ডনে বসে পরিকল্পনা এঁটেছেন যে ঢাকা থেকে বাই রোডে কক্সবাজার যাবেন, লাখ লাখ জনতার ঢল নামবে রাস্তায় এবং সেটাই ছিল উদ্দেশ্য। তিনি বলেন, ঢাকা থেকে ফেনী পর্যন্ত বেগম জিয়ার বহরে ১৫০টির মতো গাড়ি ছিল, আমি মৌলভীবাজারে থেকে মনিটর করছিলাম। প্রশাসন ও আমাদের রাজনৈতিক নেতাদের পরিষ্কারভাবে একটা কথা বলেছি, বেগম জিয়ার যাত্রাপথে আমরা যদি বাধা দেই, তাহলে ক্ষতিটা আমাদেরই, লাভ বিএনপির। আমরা জেনে শুনে কেন নিজেদের এই ক্ষতি করব। আমরা শান্তিতে দেশ চালাই, আমরা অশান্তির আমন্ত্রণ কেন করব? সেতুমন্ত্রী বলেন, পত্রিকায় দেখলাম, বেগম জিয়ার গাড়ি বহরে হামলা। খালেদা জিয়া অক্ষত, তার গাড়িও অক্ষত। তাহলে হামলা হলো কোথায়? গাড়ির বহরে হামলা হয়েছে, যখন জনতার ঢল নামেনি তখন এ ধরনের একটা ঘটনা প্রয়োজন ছিল। নেত্রীকে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম ॥ সংবাদ সম্মেলনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলে থাকাকালীন স্মৃতি টেনে এনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ওই সময় সার্কিট হাউসে কক্ষ বরাদ্দ না পেয়ে নেত্রীকে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে দাঁড়িয়ে ছিলাম। তিনি বলেন, কক্সবাজারে সফররত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ইচ্ছেমতো যে কোন সার্কিন হাউসে থাকতে পারবেন। তার যাতে থাকা বা বিশ্রামে কোন সমস্যা না হয় সে জন্য সরকারের নির্দেশনা রয়েছে। তিনি বলেন, দু’দিন আগে ফেনী, কক্সবাজার, চট্টগ্রামের ডিসি-এসপি সাহেবরা আমার কাছে জানতে চেয়েছেন বিএনপি প্রধান সার্কিট হাউসে থাকতে চেয়েছেন, এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত কী? আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। প্রধানমন্ত্রী আমাকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, যেই সার্কিট হাউসই তারা চায় কোন অসুবিধা নেই, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। বর্তমানে স্ট্যাটাস না থাকলেও সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাকে ডিজওনার (অসম্মান) করা উচিত নয়। সেতুমন্ত্রী বলেন, আমি সব ডিসিদের বলে দিয়েছি, ফেনীতে থাকতে চান, যাত্রা বিরতি করবেন, নো প্রবলেম। চট্টগ্রামে থাকতে চান কোন সমস্যা নেই। কক্সবাজারের ডিসিও জানতে চেয়েছেন সার্কিট হাউসের হিলটপে যদি থাকতে চান থাকবেন, যদি তার বহরের জায়গা সমস্যা হয় আমাদের সড়কের যে সুন্দর একটা ভবন আছে, সেখানে থাকতে পারেন। আজকেও (রবিবার) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানিয়েছেন, দুপুর বেলা বেগম জিয়া চকরিয়া রেস্ট হাউসে নামাজ পড়বেন, আমি বলেছি অবশ্যই। বাধা দেয়ার কোন বিষয় নাই। বিশ্রাম নিতে চান, লম্বা পথ, কোন অসুবিধা নাই। এ সময় ওবায়দুল কাদের বলেন, অথচ বিরোধী দলে থাকার সময় বঞ্চনার শিকার হয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সে স্মৃতি তুলে ধরে তিনি বলেন, আমি আজকে বলতে চাই, এই চট্টগ্রাম সার্কিট হাউসে শেখ হাসিনাকে ভিআইপি রুম দেয়া হয়নি। ঘণ্টার পর ঘণ্টা সার্কিট হাউসের আঙ্গিনায় শেখ হাসিনাকে নিয়ে দাঁড়িয়ে ছিলাম। এই স্মৃতি আমাদের মনে আছে। শুধু ওখানে নয়, এ দৃশ্যটপ ছিল বরিশালেও। তারপরও আমরা মনে করেছি, তারা যদি অধম হয়, আমরা কেন উত্তম হবো না। দেশকে অশান্ত করার চক্রান্ত চলছে ॥ বিকেলে জাতীয় নিরপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্যপরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশকে আবারও অস্থিতিশীল ও অশান্ত করার চক্রান্ত চলছে। নিউজ সৃষ্টির জন্য বিএনপি একটি মহলকে দিয়ে শনিবার ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করিয়েছে। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি আরও বলেন, খালেদা জিয়ার চট্টগ্রাম ও কক্সবাজার সফরকালে রাস্তার কোথাও ৫ হাজার জনগণের সমাগম ঘটেনি। যা ছিল তা তাদের নেতাকর্মী, জনতা আসেনি। এ কারণে বিশৃঙ্খলা সৃষ্টি করতে হামলার নাটক সাজানো হয়েছে। খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, এদেশে গণঅভ্যুত্থানের স্বপ্ন দেখে লাভ নেই। এই স্বপ্ন দুঃস্বপ্নের নামান্তর। একমাত্র জনগণ চাইলে পরিবর্তন হবে। অন্যথায় জনপ্রিয় শেখ হাসিনাকে হটানো যাবে না। তিনি বলেন, দৃশ্যমান কোন কাজ বিএনপি কী করেছে? করেনি। তাহলে তারা ভোট চাইবে কিভাবে? বিএনপি ভিশন ২০৩০ ঘোষণা করেছে মাত্র। এ নিয়ে তাদের আর কোন আলোচনা নেই। তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় সারাবিশ্বে বাংলাদেশ প্রশংসিত হচ্ছে। এটা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোঃ রুস্তম আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল হক জিল্লু, সংগঠনের সদস্য সচিব মোঃ আহম্মদ আলী, তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সভাপতি সফিউল্যাহ সফি প্রমুখ বক্তব্য রাখেন। নোংরা রাজনীতি পরিহার করুন -হাছান মাহমুদ ॥ নোংরা রাজনীতি পরিহার করার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রোহিঙ্গাদের ত্রাণ দেয়ার নাম করে নিজ দলের নেতাকর্মীদের দিয়ে গাড়িবহরের সাংবাদিকদের গাড়িতে হামলা করে আওয়ামী লীগের ওপর দোষ চাপানো হচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির এমন নোংরা রাজনীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিএনপি নেত্রীর গাড়িবহরে সাংবাদিকদের গাড়িতে হামলার ঘটনায় দলের অবস্থান জানাতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, নিজ দলের নেতাকর্মীদের দিয়ে বিএনপি নেত্রীর গাড়িবহরের সাংবাদিকদের গাড়িতে হামলা চালিয়ে নাটক সাজিয়েছে বিএনপি। নিজেরা হামলা করে এখন আমাদের ওপর দোষ চাপাতে চাচ্ছে। এটা নাটক না হলে, হামলা কেন বিএনপি নেতাদের গাড়িতে হলো না। সাংবাদিকদের গাড়িতে হামলার ঘটনায় আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। নোংরা রাজনীতি পরিহার করার জন্য বিএপির প্রতি আহ্বান জানিয়ে ড. হাছান বলেন, পরিকল্পিতভাবে বিএনপি এই হামলা করেছে। বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয় এটা তাদের পূর্বপরিকল্পিত হামলা। বহরে হামলার ঘটনায় একজন বিএনপি নেতাও আহত হননি এটা আসলেই রহস্যজনক। তাই আমি বিএপির নেতাদের অনুরোধ করব নোংরা রাজনীতি পরিহার করুন। ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামলার সঙ্গে জড়িত বিএনপির এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। কিন্তু মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না। সংবাদ সম্মেলনে এ সময় চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
×