ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাকায় সিপিএ সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন

প্রকাশিত: ০৫:২০, ৩০ অক্টোবর ২০১৭

ঢাকায় সিপিএ সম্মেলনের প্রস্তুতি  সম্পন্ন

সংসদ রিপোর্টার ॥ ঢাকায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ পার্লামেন্টারি এ্যাসোসিয়েশনের (সিপিএ) আসন্ন ৬৩তম সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে রবিবার তার কার্যালয়ে সিপিএর সেক্রেটারি জেনারেল আকবর খান সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এ কথা বলেন। তারা কমনওয়েলথ পার্লামেন্টারি এ্যাসোসিয়েশনের ৬৩তম সম্মেলনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্পীকার বলেন, ৬৩তম সিপিসি আয়োজন বাংলাদেশের জন্য অনন্য সম্মানের বিষয়। এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশ তার সক্ষমতা বিশ্ববাসীর কাছে আবারও তুলে ধরবে। এ সময় সিপিএ সেক্রেটারি জেনারেল এ সম্মেলনের সাফল্য কামনা করেন। স্পীকার ও সিপিএর চেয়ারপার্সনের বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে এ আয়োজন সার্থক হবে বলে সিপিএ সেক্রেটারি জেনারেল আশাবাদ ব্যক্ত করেন। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও ফারমার্স ব্যাংক পরিচালনায় অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে অধিকতর তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার পরামর্শ দেয়া হয়েছে। সংসদ ভবনে রবিবার কমিটির সভাপতি ড. মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দিয়ে ব্যাংক দু’টিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে গ্রাহকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার সুপারিশ করা হয়। কমিটি সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, নাজমুল হাসান, মোস্তাফিজুর রহমান চৌধুরী, ফরহাদ হোসেন, শওকত চৌধুরী এবং আখতার জাহান সভায় অংশগ্রহণ করেন। সভায় বিগত ২০তম সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, ব্যাংক কোম্পানি (সংশোধন) বিল-২০১৭, ইসলামী ব্যাংক নতুন পরিচালনা পর্ষদ সম্পর্কে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, এবি ব্যাংকের যোগসাজশে অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে ২ হাজার ৯৯০ কোটি টাকা সিঙ্গাপুরে পাচার হওয়ার বিষয়ে বাংলদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইউনিট ব্যাংকটির প্রধান কার্যালয় পরিদর্শন করে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে ৪টি বিদেশী ফাইন্যান্সিয়াল ইউনিটকে তথ্য দেয়ার অনুরোধ করেছে। এর উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে আগামী বৈঠকে কমিটিকে জানানো হবে। সভায় নতুন পরিচালনা পর্ষদ গঠনের পর সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঋণ বিতরণের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় ব্যাংকটি কোন খাতে কি ধরনের গ্রাহককে কি পরিমাণ ঋণ দিচ্ছে তা আগামী কমিটিকে অবহিত করার পরামর্শ দেয়া হয়। ব্যাংক কোম্পানি (সংশোধন) বিল, ২০১৭ সম্পর্কে আরও অধিক পরীক্ষা-নিরীক্ষা করে অর্থমন্ত্রীর উপস্থিতিতে কমিটির আগামী সভায় সিদ্ধান্ত গ্রহণের সুপারিশ করা হয়। বাংলাদেশ ব্যাংকের গবর্নর, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
×