ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজনীতি ছবির নায়ক শাকিব খানসহ পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৫:২০, ৩০ অক্টোবর ২০১৭

রাজনীতি ছবির নায়ক শাকিব খানসহ পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৯ অক্টোবর ॥ চিত্রনায়ক শাকিব খানসহ এক পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানির মামলা দায়ের করেছেন জেলার বানিয়াচঙ্গের এক রাজমিস্ত্রি। রবিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেন উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামের মোবারক মিয়ার ছেলে রাজমিস্ত্রি ইজাজুল মিয়া (২৫)। মামলার অপর আসামিরা হলোÑ ‘রাজনীতি’ সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদ। চলতি বছরের ঈদ-উল ফিতরে মুক্তি পাওয়া ‘রাজনীতি’ চলচ্চিত্রে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাজমিস্ত্রি ইজাজুল মিয়ার অনুমতি ছাড়া তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি ব্যবহার করে তাকে হয়রানির অভিযোগে চিত্রনায়ক শাকিব খানসহ ওই চলচ্চিত্রের প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করেন তিনি। এদিকে এই মামলাতে সংশ্লিষ্ট ওই সিনেমা প্রদর্শন বন্ধের জন্যও বিজ্ঞ আদালতে প্রার্থনা জানিয়েছেন বাদী। আদালত সূত্র জানায়, ওইদিন সকালে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পা জাহানের আদালতে মামলাটি দায়ের করা হলে সংশ্লিষ্ট বিজ্ঞ বিচারক এ নিয়ে পরবর্তীতে কোন এক সময়ে আদেশ দেবেন বলে জানান। এদিকে একই দিন দুপুরের পর বিজ্ঞ বিচারক সম্পা জাহান তার আদেশ প্রদান করে মামলার আরজি হবিগঞ্জের ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন। এছাড়া এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় আগামী ১৮ ডিসেম্বর। যা নিয়ে এখন গোটা হবিগঞ্জে বইছে নানা রসালো আলেচনাসহ এক সুযোগে হবিগঞ্জের মানুষ বাংলা সিনেমা জগতের জনপ্রিয় এই চিত্রনায়ককে এক নজর দেখার সুভাগ্য জুটেছে বলেও চলছে মন্তব্য। মামলায় অভিযোগ বলা হয়েছে, মুক্তি পাওয়া ওই ‘রাজনীতি’ চলচ্চিত্রের একটি দৃশ্যে নায়ক শাকিব খান নায়িকা অপু বিশ্বাসকে একটি মোবাইল ফোন নম্বর দেন। মূলত ওই নাম্বরটির গ্রাহক বাদী ইজাজুল। চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর শাকিব খানের মোবাইল নাম্বার মনে করে অসংখ্য নারী-পুরুষ ইজাজুলকে ফোন করতে থাকেন। দিন নেই, রাত নেই, দেশ-বিদেশ থেকে আসা শাকিব ভক্তদের ফোনে অতিষ্ঠ হয়ে উঠেন বাদী ইজাজুল। বাদী ইজাজুল মিয়া কান্না বিজরিত কণ্ঠে আরও জানান, পর নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছি এমন সন্দেহে স্ত্রী মিশু আক্তার তার ১৭ মাস বয়সী এক শিশু সন্তান ইমুকে রেখে বাপের বাড়িতে চলে গেছে। অবশ্য রাজনীতি সিনেমাটি দেখার পরে স্ত্রী মিশুর ভুল ভাঙ্গে। অপরদিকে দিনে কয়েক শ’ ফোন আসার কারণে মোবাইল নিয়েই ব্যস্ত থাকতে হয় তাকে সারাদিন। মামলায় সংশ্লিষ্ট এক আইজীবী মিডিয়াকর্মীদের বলেন, কারও অনুমতি ছাড়া অন্যের নাম্বার নিজের বলে প্রচার করা বেআইনী। গত ১০/৭/২০১৭ইং রোজ সোমবার রাত ১০টা ৬ মিনিট ৫৯ সেকেন্ড হইতে ১৫/৭/২০১৭ইং রোজ শনিবার রাত ৯টা ২৯ মিনিট ৩৩ সেকেন্ড এর মধ্যে ৪৩২টি কল আসে। তাদের বেশির ভাগ মেয়ে। শাকিব খান মনে করে খুলনা থেকে এক গৃহকর্মী চলে আসে ইজাজুলের বানিয়াচংয়ের বাড়িতে। তাছাড়া রাত বিরাতে অনবরত মেয়েরা ফোন করতে থাকে ইজাজুলের মোবাইল নাম্বারে। ফলে এক সন্তানের এই জনক ইজাজুলের সংসার ভাঙ্গার উপক্রম হয়। অনুমতি ছাড়া সিনেমায় মোবাইল নাম্বার ব্যবহার করায় এবং সেটি বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হওয়ায় প্রতারণা এবং ৫০ লাখ টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।
×