ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উত্তরে শীতের আমেজ লেপ বানানো শুরু, কদর বেশি কম্বলের

প্রকাশিত: ০৫:১৯, ৩০ অক্টোবর ২০১৭

উত্তরে শীতের আমেজ লেপ বানানো শুরু, কদর বেশি কম্বলের

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ হেমন্তের বৃষ্টির পর বইছিল শীতল হাওয়া। এখন অনুভূত হচ্ছে শীতল পরশ। মনে হচ্ছে, এবার শীত আসছে অনেকটা আগে আগেই। ধোনকারদের (কোথাও বলা হয় ধুনকার) ঘরে লেপ বানাতে যাচ্ছে অনেকে। কেউ বানাচ্ছে নতুন লেপ। কেউ পুরনো লেপের তুলার সঙ্গে তুলা কিনে ভরিয়ে ‘রিকন্ডিশন’ করে নিচ্ছে। বগুড়া নগরীর রেল গেটের দুই ধারে ধোনকারদের ছাপরা ঘর থেকে এখন আর কানে ভেসে আসে না তুলা ধোনার খটাং খটাং খটাং খটাং শব্দ। তুলা এখন যন্ত্রেই ফ্রেশ হয়ে আসে। লম্বা ছড়ি দিয়ে তুলা পিটিয়ে লেপের খোলসের মধ্যে তুলে বড় সুই দিয়ে সেলাই দেয়। ধুনকার আব্দুর রহমান বললেন, এখন আর সহজে কেউ লেপ বানায় না। বেশিরভাগ মানুষ কম্বল কিনছে। উচ্চ মধ্যবিত্ত ও বিত্তশালীদের ঘরে কম্বল হয়েছে স্ট্যাটাস সিম্বল। তারপরও কিছু লোক এখনও লেপ বানায়। লেপ বানানোর পাশাপাশি তোষক বানানো বেড়ে যায় শীতের আগে। একটা সময় বিয়েশাদিতে জামাইকে লেপ-তোষক, চাদর,বালিশ- কোলবালিশ দেয়ার প্রচলন ছিল। আজ আর সে প্রথা নেই। তবে এই খরচটা চলে আসে পরোক্ষভাবে। বাসর সাজাতে ফুল দিয়ে খাট সাজাতে হয়। তখন বিছানায় দরকার পড়ে নতুন জিনিস। এই জায়গাটিতেও এখন আসন করে নিয়েছে উন্নতমানের কম্বল। বগুড়ার আদমদীঘির শাওইল গ্রামের লোকজনের তৈরি কম্বল দেশজুড়ে সুনাম কুড়িয়েছে। এই কম্বলও লেপের চাহিদা কমিয়ে দিয়েছে। এবার লেপের দাম এক হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে। শিমুল তুলায় লেপ বানানোর খরচ বেশি। শিমুল তুলার দাম প্রতি কেজি ৪শ’ থেকে ৪৫০ টাকা। কার্পাস তুলা সহজে মিলছে না। তুলা উন্নয়ন বোর্ড বলছে দেশে কার্পাস তুলার চাষ বেড়েছে। বাস্তবে তার প্রমাণ মেলে না। রিফাইন করা সাদা ধবধবে কার্পাস তুলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ১শ’ থেকে দেড় শ’ টাকা দরে। ক’বছর ধরে গার্মেন্ট কোম্পানির ঝুট দিয়ে লেপ বানানো শুরু হয়েছে। স্পঞ্জের এই ঝুট দিয়ে লেপ বানাতে খরচ কম। স্বল্প আয়ের রোজগেরে লোকজন ঝুট দিয়ে লেপ বানিয়ে নিচ্ছে। এতে উষ্ণতা বেশি। চিকিৎসকরা বলেন, ঝুটের লেপে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়। অতিরিক্ত উষ্ণতায় শরীরে ঘাম ঝরে। লেপ সরিয়ে নিলে শীতল অনুভবের সঙ্গে দেহের উষ্ণতায় ঘাম শুকিয়ে গেলে তা এলার্জিজনিত সর্দি-কাশি বাড়িয়ে দেয়। ক’জন আর শোনে এসব কথা । শীতে উষ্ণতাই বড় কথা; তা লেপেই হোক আর কম্বলেই হোক।
×