ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভিক্ষুক, সুইপার সেজে জাল বিদেশী মুদ্রা বিক্রির ফাঁদ

প্রকাশিত: ০৫:১৮, ৩০ অক্টোবর ২০১৭

ভিক্ষুক, সুইপার সেজে জাল বিদেশী মুদ্রা বিক্রির ফাঁদ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে অতিগরিব ও হাবাগোবা লোক সেজে জাল বিদেশী মুদ্রা বিক্রির অভিনব ফাঁদ পেতে প্রতারণা করে আসছে একটি চক্র। চক্রটি কখনও ভিক্ষুক, কখনও রিক্সাচালক আবার কখনও সুইপার বা ঝাড়ুদার সেজে প্রতারণা করছিল। প্রথমে বিদেশী মুদ্রার আসল নোট বের করে প্রলোভন দেখায়। তারপর জানায় যে, আরও মুদ্রা আছে। কেউ যদি লোভে পড়ে এ নোট কেনার আগ্রহ প্রকাশ করেন, তখন জাল মুদ্রাকেই আসল বলে বিক্রি করা হয়। রাজধানীতে এ চক্রটি এভাবেই দীর্ঘদিন প্রতারণা করে আসছে। এ চক্রের দুই সদস্য হলো- ইরু শেখ (৩২) ও হিরো শেখ (৩০)। শনিবার রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালের দুই নম্বর গেটের সামনে থেকে তাদের আটক করেছে র‌্যাব। তারা ভিক্ষুক, পিয়ন, রিক্সাওয়ালা, রংমিস্ত্রী, সুইপার, ঝাড়ুদার- এভাবে বিভিন্ন সময় বিভিন্ন পরিচয়ে অন্যদের সঙ্গে পরিচিত হয়। তারা টার্গেট ব্যক্তিকে প্রথমে একটি আসল সৌদি রিয়ালের নোট দেখায় এবং এর দাম সম্পর্কে তার কোন ধারণা নেই বলে জানায়। এভাবে আস্থা তৈরির পর টার্গেট ব্যক্তির কাছে অর্ধেক দামে তা বিক্রি করে দেয়। এভাবে টার্গেট ব্যক্তির সঙ্গে আস্থার সম্পর্ক তৈরি করে প্রতারকরা। র‌্যাবের ভাষ্যমতে, এরপর প্রতারকরা ক্রেতাকে জানায়, তার পরিচিত একজনের কাছে এ ধরনের আরও রিয়াল আছে। সেও রিয়ালগুলো বিক্রি করতে চায়। কিন্তু কোথায় কিভাবে বিক্রি করবে তা জানে না। ক্রেতাকে আগের দামেই রিয়ালগুলো কিনে নেয়ার প্রস্তাব দেয়। এমন প্রস্তাবে লোভে পড়ে ক্রেতা সহজে রাজি হয়ে যান। এরপর ক্রেতাকে টাকা নিয়ে নির্দিষ্ট একটি জায়গায় আসতে বলা হয়। ক্রেতা আসার পর একটি কাপড়ে মোড়ানো ব্যাগে করে জাল রিয়ালের নোট দেয়া হয়। বিনিময়ে ক্রেতার কাছ থেকে বাংলাদেশী টাকা নিয়ে কেটে পড়ে প্রতারক চক্রের সদস্যরা। এ চক্রটি দীর্ঘদিন ধরে জাল নোট বিক্রির প্রতারণার সঙ্গে যুক্ত বলে জানান র‌্যাব-২-এর মেজর মোঃ আতাউর রহমান। তিনি বলেন, এরা অভিনব কায়দায় ফাঁদ পাতে। তাদের ফাঁদে পা দিয়ে অনেকেই আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। চক্রের আটক সদস্যরা জালিয়াতির সর্বশেষ স্তরে কাজ করে। পুরো জালিয়াতি প্রক্রিয়ায় বেশ কয়েকটি স্তর রয়েছে। যাদের আটক করা হয়েছে, তারা সর্বশেষ স্তরে কাজ করে। প্রতিটি স্তরে একাধিক ব্যক্তি জড়িত। আমরা পুরো চক্রটিকে ধরার চেষ্টা করছি। সাধারণ মানুষকে উদ্দেশ করে মেজর মোঃ আতাউর রহমান বলেন, বেশি লাভের আশায় কারও প্রলোভনে বা ফাঁদে পড়া যাবে না। যারা বেশি লাভের আশায় অল্প দামে আসল বৈদেশিক মুদ্রা কিনতে চান, তারাই এ ধরনের প্রতারণার শিকার হচ্ছেন। বৈদেশিক মুদ্রা লেনদেন করতে হলে অবশ্যই সেটা ভালভাবে পরীক্ষা করে কিনতে হবে। তাহলেই প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না।
×