ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গর্ভে একটি যমজ সন্তান রেখে সেলাই, ডাক্তারকে হাইকোর্টে তলব

প্রকাশিত: ০৫:১৭, ৩০ অক্টোবর ২০১৭

গর্ভে একটি যমজ সন্তান রেখে সেলাই, ডাক্তারকে হাইকোর্টে তলব

স্টাফ রিপোর্টার ॥ সিজারিয়ান অপারেশনে যমজ সন্তানের একটি বের করে আরেকটি গর্ভে রেখেই নারীর পেট সেলাই করে দেয়া সেই চিকিৎসক ডাঃ শেখ হোসনে আরা বেগমসহ তিনজনকে তলব করেছে হাইকোর্ট। আগামী ৭ নবেম্বর তাদের হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর লাইফ হসপিটাল এ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক শেখ হোসনে আরা বেগম ছাড়া অপর দুইজন হলেন কুমিল্লার সিভিল সার্জন ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক। আদালতের আদেশ সত্ত্বেও শিশু আইনের অস্পষ্টতা দূরীকরণে পদক্ষেপ না নেয়ায় আইন মন্ত্রণালয়ের ড্রাফটিং বিভাগের সচিব ও সমাজকল্যাণ সচিবকে তলব করেছে হাইকোর্ট। ময়মনসিংহ জেলার ফুলপুরের আবুল বাশার আকন্দ ও তারাকান্দার মোতাহার হোসেন তালুকদারের উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। ২৫ কোটি টাকা না দিলে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মোঃ শওকত চৌধুরীর জামিন বাতিল হবে মর্মে হাইকোর্টের দেয়া আদেশ দুইসপ্তাহের জন্য স্থগিত করেছে আপীল বিভাগ। রবিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। সিজারিয়ান অপারেশনে যমজ সন্তানের একটি বের করে আরেকটি গর্ভে রেখেই নারীর পেট সেলাই করে দেয়া সেই চিকিৎসক ডাঃ শেখ হোসনে আরা বেগমসহ তিনজনকে তলব করেছে হাইকোর্ট। আগামী ৭ নবেম্বর তাদের হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত একটি প্রতিবেদন আমলে নিয়ে রবিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদালতে এ বিষয়টি নজরে আনেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। তিনি সাংবাদিকদের জানান, কুমিল্লার গৌরীপুরের একটি ক্লিনিকে টিউমার ভেবে প্রসূতির পেটে সন্তান রেখেই অস্ত্রোপচার শেষ করার ঘটনায় কুমিল্লার সিভিল সার্জন, অভিযুক্ত ক্লিনিক লাইফ হসপিটাল এ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর এবং ডাঃ হোসনে আরা বেগমকে তলব করেছে হাইকোর্ট। গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুর গ্রামের আউয়াল হোসেনের স্ত্রী খাদিজা আক্তারকে (২২) দাউদকান্দির গৌরীপুর লাইফ হসপিটাল এ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনে অংশ নেন- দাউদকান্দির বিটেশ্বর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রেষণে থাকা মালীগাঁও ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সহকারী সার্জন ডাঃ হোসনে আরা। অপারেশনে এনেসথেসিয়া প্রয়োগ করেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ মঞ্জুরুল আলম। খাদিজা আক্তারের মা আমেনা বেগম জানান, তার মেয়ের গর্ভে ২টি সন্তান থাকলেও সিজারে ১টি সন্তান বের করে অপরটি টিউমার বলে অপারেশন সমাপ্ত করেন ডাঃ হোসনে আরাসহ থিয়েটারে থাকা অন্যরা। পরবর্তীতে বাড়িতে যাওয়ার পর দীর্ঘ এক মাস পেটে ব্যথা অনুভব করেন খাদিজা। এ নিয়ে চিকিৎসার জন্য বিভিন্ন ডাক্তারের কাছে যান তিনি। এ সময় তার পেটে অনেক ব্যথা ছিল। পরে ওই প্রসূতি হোমনা উপজেলা সদরের একটি ক্লিনিকে আলট্রাসনোগ্রাফি করার পর জানতে পারেন তার পেটে টিউমার নয়, আরও একটি মৃত সন্তান রয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি বিভাগে অস্ত্রোপচারের পর সেই সন্তান অপসারণ করা হয়েছে। অভিযোগ পেয়ে এ ঘটনা তদন্তে উপজেলা স্বাস্থ্য বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। পরে হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়। জানা গেছে, গৌরীপুরের ‘লাইফ হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটির’ কোন সরকারী অনুমোদন ছিল না। এক বছর ধরে অনুমোদন ছাড়াই এটি চালানো হচ্ছিল। দুই সচিবকে হাইকোর্টে তলব ॥ আদালতের আদেশ সত্ত্বেও শিশু আইনের অস্পষ্টতা দূরীকরণে পদক্ষেপ না নেয়ায় আইন মন্ত্রণালয়ের ড্রাফটিং বিভাগের সচিব ও সমাজকল্যাণ সচিবকে তলব করেছে হাইকোর্ট। আগামী ১২ নবেম্বর তাদের সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রবিবার বিচারপতি এম এনায়েতুর রহমান ও বিচারপতি সহিদুল করীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে গত ১৫ অক্টোবর সমাজকল্যাণ সচিবকে হাইকোর্টে তলব করে ২৯ অক্টোবর আসতে বলেছিল হাইকোর্ট। কিন্তু রবিবার তিনি আসেননি। তার আইনজীবী আশিকুর রহমান জানান, তিনি সমন না পাওয়ায় আসতে পারেননি। তবে আদালতের দেয়া আদেশ অনুসারে শিশু আইন-২০১৩ সংশোধনের খসড়া করে আইন মন্ত্রণালয়ে জমা দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এরপর দুই সচিবকে তলব করে হাইকোর্ট। এমপির জামিন বাতিল আপীলে স্থগিত ॥ ২৫ কোটি টাকা না দিলে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মোঃ শওকত চৌধুরীর জামিন বাতিল হবে মর্মে হাইকোর্টের দেয়া আদেশ দুইসপ্তাহের জন্য স্থগিত করেছেন আপীল বিভাগ। এমপি শওকতের আপীল আবেদনের শুনানি শেষে রবিবার ওই আদেশের ওপর স্থগিতাদেশ দেয় দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আব্দুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে চার বিচারপতির আপীল বেঞ্চ। আদালতে শওকত চৌধুরীর পক্ষে শুনানি করেন তার আইনজীবী এ এম আমিনউদ্দিন, নুরুল ইসলাম সুজন ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। কমার্স ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। আদেশের বিষয়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) এ আদেশ দিতে পারেন কিনা তা পরীক্ষা করে দেখবে সর্বোচ্চ আদালত। এ জন্য আদেশ স্থগিত করা হয়েছে।
×