ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেচ মৌসুম থেকে উত্তরবঙ্গে বিদ্যুতের সঙ্কট থাকবে না

প্রকাশিত: ০৪:২৫, ৩০ অক্টোবর ২০১৭

সেচ মৌসুম থেকে উত্তরবঙ্গে বিদ্যুতের সঙ্কট থাকবে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ সামনের সেচ মৌসুম থেকে উত্তরবঙ্গে বিদ্যুতের সঙ্কট থাকবে না বলে মনে করছে সরকার। এজন্য আগামী মাসেই চালু হচ্ছে বড়পুকুরিয়ার কয়লা বিদ্যুত কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট। বিদ্যুত প্রতিমন্ত্রী বলছেন, এই কেন্দ্র নির্মাণ ও পরিচালনায় পরিবেশের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন তারা। পিডিবির চেয়ারম্যানের আশা ২০২১ সালের মধ্যে আরও ২ হাজার ৪শ’ মেগাওয়াট বিদ্যুত আসবে কয়লা থেকে। ফলে কমবে দাম। দেশের প্রথম এবং একমাত্র কয়লা বিদ্যুত কেন্দ্র বড়পুকুরিয়ায়। দুটি ইউনিট থেকে আড়াইশো মেগাওয়াট বিদ্যুত পাওয়া যায় এখান থেকে। তৃতীয় আরেকটি ইউনিটের নির্মাণ কাজ শেষ হয়েছে এ মাসেই। সরকারের আশা, ২৭৫ মেগাওয়াট ক্ষমতার এই ইউনিটটি উৎপাদনে আসবে আগামী মাসেই।
×