ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রংপুরে সাত দিনব্যাপী আয়করমেলা অনুষ্ঠিত হবে

প্রকাশিত: ০৪:২৪, ৩০ অক্টোবর ২০১৭

রংপুরে সাত দিনব্যাপী আয়করমেলা অনুষ্ঠিত হবে

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ কর অঞ্চল রংপুরের করদাতাদের করদানে উদ্বুদ্ধকরণ এবং আয়কর প্রদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরে সাত দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হবে। কর কমিশনার অফিস সূত্রে জানা গেছে, জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আগামী ১ নবেম্বর থেকে ৭ নবেম্বর এ মেলা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা। বিশেষ অতিথি থাকবেন, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মিজানুর রহমান, সভাপতিত্ব করবেন কর কমিশনার মোঃ হারুন-আর-রশীদ। মেলায় করদাতাগণ ২০১৭-১৮ করবর্ষের আয়কর রির্টান জমা দিতে পাবেন। মেলায় সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংকের ১০টি বুথ স্থাপিত হবে। এতে করদাতারা তাদের আয়কর জমা দিতে পারবেন। ই-ফাইলিংয়ের মাধ্যমে অনলাইনে আয়কর রির্টান জমা দানের ব্যবস্থা থাকবে। করদাতাদের আয়কর রির্টান ফরম পূরণে সহায়তা করার জন্য মেলায় আয়কর কর্মকর্তা পরিচালিত হেল্প ডেক্স থাকবে। গত বছর মেলায় ১৪ হাজার ৬শ’ ২০ জন করদাতা রির্টান জমা দিয়েছিল। এতে ২৩ কোটি ১১ লাখ ৭১ হাজার ৬শ’ ৫২ টাকা আয়কর জমা পড়েছে।
×