ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাগুরা জেলায় মাছের ঘাটতি ২ হাজার ৫৩ মেট্রিক টন

প্রকাশিত: ০৪:২৩, ৩০ অক্টোবর ২০১৭

মাগুরা জেলায় মাছের ঘাটতি ২ হাজার ৫৩ মেট্রিক টন

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। বর্ষা মৌসুমে নদী ও বিলে পূর্বে দেশী প্রজাতির মাছ ব্যাপকভাবে পাওয়া গেলেও বর্তমানে আর তেমন পাওয়া যায় না। ফলে মৎস্যজীবী বিপকে পড়েছে অন্যদিকে সাধারণ মানুষ দেশী মাছের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে। জেলায় মাছের ঘাটতি ২ হাজার ৫৩ মেট্রিক টন। জানা গেছে, জেলায় মাছের চাহিদা ১৮ হাজার ১৩১ মেট্রিক টন। মাছ উৎপন্ন হচ্ছে ১৬ হাজার ৪৭ মেট্রিক টন। ঘাটতি থাকছে ২ হাজার ৫৩ মেট্রিক টন। এ ঘাটতি মোকাবেলায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে মৎস্য বিভাগ। জেলার চারটি উপজেলা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলার ওপর দিয়ে ফটকি, নবগঙ্গা, কুমার, নবগঙ্গা ও মধুমতি নদী প্রবাহিত। এসব এলাকায় রয়েছে কয়েকটি বিল। পূর্বে নদীতে দেশী প্রজাতির মাছ টেংরা, পুঁটি, সরপুঁটি, বাইম, বেলে, কাকিলা প্রভৃতি মাছ পূর্বে ব্যাপকভাবে পাওয়া গেলেও বর্তমানে আর তেমন পাওয়া যায় না।মৎস্যজীবীরা জানান, পূর্বে নদীতে জাল ফেললে যে মাছ পেতাম তা বিক্রি করে ভালভাবে সংসার চলে যেত কিন্তু বর্তমানে সারা তিন জাল টেনেও মাছ পাই না।
×