ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার ‘কর বাহাদুর পরিবার’ সম্মাননা দিচ্ছে এনবিআর

প্রকাশিত: ০৪:২২, ৩০ অক্টোবর ২০১৭

এবার ‘কর বাহাদুর পরিবার’ সম্মাননা দিচ্ছে এনবিআর

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রথমবারের মতো এবার ‘কর বাহাদুর পরিবার’ সম্মাননা দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। প্রতিটি জেলায় একটি পরিবারকে দেয়া হবে এই স্বীকৃতি। তবে করদাতার সংখ্যা বেশি হওয়ায় ঢাকায় ১৬টি এবং চট্টগ্রামে ৮টিসহ সারাদেশে মোট ৮৪টি পরিবার পাবে এই সম্মাননা। বিশ্লেষকরা নতুন এই উদ্যোগকে স্বাগত জানালেও নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে করদাতাদের উৎসাহিত করতে এবার মেলায় রিটার্ন দাখিলকারী সব করদাতাদের দেয়া হবে সাধারণ ট্যাক্স কার্ড। করদাতার সংখ্যা ধীরে ধীরে বাড়লেও এখনও বাংলাদেশে কর জিডিপি অনুপাত ১১ শতাংশের নিচে। তাই কর প্রদানে মানুষকে উৎসাহিত করতে প্রতিবছরই নতুন নতুন প্রণোদনা সংযোজন করছে এনবিআর। এরই অংশ হিসেবে এ বছর কর বাহাদুর পরিবার ঘোষণা দেয়ার সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির। পাশপাশি এ বছর ঢাকা ও চট্টগ্রামে আয়কর মেলায় সব করদাতাদের সাধারণ ট্যাক্স কার্ড দেবে এনবিআর। এনবিআর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, প্রত্যেক জেলা থেকে একটি পরিবার সর্বোচ্চ করের ভিত্ততে দীর্ঘ সময়ব্যাপী যে সকল সদস্য কর দিবে তাদের থেকে আমরা নির্বাচন করে কর বাহাদুর পরিবার ঘোষণা করব। এভাবে কিছু সংখ্যক পরিবারকে যদি আমরা সম্মানিত করতে পারি তাহলে আমরা করদাতা পরিবার বৃদ্ধি করতে পারব। কর বাহাদুর নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছ করার পাশাপাশি তথ্য যাচাইয়ের অজুহাতে করদাতাদের হয়রানি বন্ধের পরামর্শ বিশেষজ্ঞের। সেইসঙ্গে ট্যাক্স কার্ড প্রদানে সুনির্দিষ্ট মাপকাঠি থাকা দরকার বলে মনে করেন তিনি। এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, আমরা এই স্বীকৃতি যাকে দিচ্ছি তার নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত। যোগ্য করদাতা যেমন তার ব্যবসা স্বচ্ছ এবং তিনি স্বচ্ছভাবে ব্যবসায় করছেন। এছাড়াও একজন সেরা করদাতা হবেন, তার কোন মামলা আছে কিনা, সেই ব্যাপারে খোঁজ নিতে তাকে হয়রানি করবেন। তাহলে তো হবে না। সেই সঙ্গে করদাতাদের ট্যাক্স কার্ড প্রদানে সুনির্দিষ্ট মাপকাঠি থাকা দরকার বলে মনে করেন তিনি। আগারগাঁওয়ে সপ্তাহব্যাপী আয়কর মেলা শেষে ৮ নবেম্বর কর বাহাদুর পরিবার সম্মাননা দেবে এনবিআর। সেদিন একই সাথে দেয়া হবে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ কর প্রদানকারী ১৪১ জনকে বিশেষ ট্যাক্স কার্ড এবং জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদী করদাতাদের সম্মাননা।
×