ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাগুরায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে পিতা-পুত্র নিহত

প্রকাশিত: ০৪:০০, ৩০ অক্টোবর ২০১৭

মাগুরায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে পিতা-পুত্র নিহত

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৯ অক্টোবর ॥ রবিবার দুপুরে শালিখা উপজেলার শতখালী গ্রামে একটি ইটভাঁটিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে পিতা আব্দুর রশিদ (৫০) ও পুত্র হাসান (২৫) নিহত হয়েছে। আহত হয়েছে পিন্টু নামের আরেকজন। এদের বাড়ি খুলনা জেলার পাইকগাছায়। জানা যায়, জেলার শালিখা উপজেলার শতখালী গ্রামে ইটভাঁটিতে কাজ করার জন্য শ্রমিকরা ভাঁটির মধ্যে ঘর তুলে থাকত। তারা বাঁশের সঙ্গে বিদ্যুতের তার টেনে ঘরে লাইন নিয়েছিল। বাঁশের খুঁটি পাল্টানোর সময় বিদ্যুতের তার ছিদ্র হয়ে পুত্র হাসান বিদ্যুতস্পৃষ্ট হয়। তার চিৎকারে তাকে বাঁচাতে গিয়ে পিতা আব্দুর রশিদ বিদ্যুতস্পৃষ্ট হয়। পিতা-পুত্র বিদ্যুতস্পৃষ্ট হয়েছে দেখে পিন্টু নামের অপর এক শ্রমিক তাদের বাঁচাতে গিয়ে আহত হয়। গুরুতর অবস্থায় তিনজনকে মাগুরা ২৫০ শয্যা হাসাপাতালে আনা হলে পিতা আব্দুর রশিদ ও পুত্র হাসানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার। বাউফলে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৯ অক্টোবর ॥ বাউফলে এক উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (অব) ভুল চিকিৎসার কারণে সোহরাব হোসেন (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। তার বাড়ি উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামে। মৃত সোহরাব হোসেনের বড় ভাই সোনা গাজী জানান, গত কয়েকদিন ধরেই তার ভাই সোহরব হোসেন জরে ভুগছিলেন। বুধবার সোহরাব হোসেনকে পার্শ্ববর্তী বগা বন্দরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (অব) এম এ লতিফের কাছে চিকিৎসা নিয়ে যান। ওই মেডিক্যাল অফিসার তাকে দেখার পর রক্ত পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেন। এরপর শুক্রবার বিকেলে ওই চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী স্থানীয় অপর পল্লীচিকিৎসক আবদুর রশিদকে দিয়ে ইনজেকশন পুশ করার সঙ্গে সঙ্গেই তার ভাই মৃত্যুরকোলে ঢলে পড়েন। খবর পেয়ে ওইদিন রাত দেড়টার দিকে বাউফল থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রবিবার ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠান।
×