ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুড়িগ্রামে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন

প্রকাশিত: ০৩:৫৬, ৩০ অক্টোবর ২০১৭

কুড়িগ্রামে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুরে বাড়ির সীমানায় গাছ কাটাকে কেন্দ্র করে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই আব্দুল খলিল (৩৮) খুন হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার দলদলিয়া ইউনিয়নের ফুল বাহারকুটি গ্রামে। দলদলিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি জানান, উপজেলার দলদলিয়া ইউনিয়নের ফুলবাহারকুটি গ্রামের আব্দুল জব্বারের পুত্র আব্দুল জলিল(৫৫) ও আব্দুল খলিলের (৩৮) মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। স্থানীয় মুরব্বিদের মধ্যস্থতায় এক মাস আগে তা মীমাংসা হয়। রবিবার দুপুরের দিকে ছোট ভাই আব্দুল খলিল নিজের জায়গায় বসতঘর ওঠাতে গেলে বাড়ির সীমানায় থাকা নারিকেলগাছ ও সুপারিগাছ কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই আব্দুল জলিল ও তার পুত্ররা মিলে লাঠিসোটা নিয়ে অতর্কিত আব্দুল খলিলের ওপর হামলা করলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিকেল ৫টায় তার মৃত্যু হয়। ফটিকছড়িতে যুবক নিজস্ব সংবাদদাতা ফটিকছড়ি থেকে জানান, উপজেলার লেলাং ইউনিয়নের রায়পুর গ্রামের মিয়াবাড়িতে মুহাম্মদ তারেক(২৫) নামে এক যুবক খুন হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার সময় পুলিশ বসতঘরের একটি কক্ষ থেকে তারেকের লাশ উদ্ধার করে। সে ঐ এলাকার মৃত সিরাজুল মোস্তফার বড় ছেলে। পুলিশ জানায়, কে বা কারা তারেককে শ্বাসরোধ করে ঠা-া মাথায় খুন করে। এলাকাবাসী জানায়, ঐ সময় তারেকের পরিবারের কেউ বাড়িতে ছিল না। এ সুযোগে কে বা কারা তাকে হত্যা করে। মির্জাপুরে সাবেক সেনা সদস্য নিজস্ব সংবাদদাতা মির্জাপুর থেকে জানান, নিখোঁজের ১১ দিন পর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার এস এম আব্দুল মালেকের (৮০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা গ্রামের পূর্বপাড়ার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এস এম আব্দুল মালেকের বাড়ি জামুর্কী ইউনিয়নের গোড়ান গ্রামে। জানা গেছে, এস এম আব্দুল মালেক গত ১৮ অক্টোবর তার বাড়ি থেকে নিখোঁজ হন। ১৯ অক্টোবর তার ছেলে শাহ সুলতান মাহমুদ মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন। নিখোঁজের ১১ দিনপর পাকুল্যা গ্রামের পূর্বপাড়ার ওই ধানক্ষেতে তার অর্ধগলিত লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। পুঠিয়ায় কলেজছাত্রীর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, পুঠিয়া উপজেলা জয়পুর গ্রামে নিজের ঘর থেকে সন্ধ্যা খাতুন (১৭) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঘরে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সন্ধ্যা খাতুন উপজেলার জয়পুর গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে। সে পুঠিয়ার জামিরা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্রী ছিল। পুঠিয়া থানার ওসি জানান, রবিবার সকালে অনেক ডাকাডাকির পরও ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা সকালে কলেজছাত্রী সন্ধ্যার ঘরের দরজা ভাঙ্গেন। এ সময় তারা দেখেন ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সন্ধ্যার লাশ ঝুলছে। মৌলভীবাজারে চা শ্রমিক নিজস্ব সংবাদদাতা মৌলভীবাজার থেকে জানান, কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের সংরক্ষিত বন এলাকায় একটি গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় চা শ্রমিক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত চা শ্রমিক মাখন বাউরী (২২) পার্শ্ববর্তী ফুলবাড়ি চা বাগানের নতুন লাইন শ্রমিক বস্তির সুনিল বাউরীর ছেলে। রবিবার সকালে কমলগঞ্জ থানা পুলিশ লাউয়াছড়া জাতীয় উদ্যানের স্টুডেন্ট ডরমিটরি সংলগ্ন বনের একটি গাছ থেকে এ লাশ উদ্ধার করে।
×