ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৬

প্রকাশিত: ০৩:৫৬, ৩০ অক্টোবর ২০১৭

পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৬

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৯ অক্টোবর ॥ সাঁথিয়া উপজেলার বগুড়া-পাবনা মহাসড়কের বহালবাড়িয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৬ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। এ দুর্ঘটনায় মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়ায় পাবনামুখী আলী এক্সপ্রেস ও সিরাজগঞ্জগামী সুমি ট্যাভেলস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুটি বাসের সামনের অংশ ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায়। এতে ৬ জন নিহত হয়। নিহতরা হচ্ছে সাঁথিয়ার বৃহস্পতিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে কালাম (৩২), পাবনা সদর উপজেলার বাঙাবাড়িয়ার সোবাহানের ছেলে লিটন (৪০), সুমি ট্র্যাভেলসের ড্রাইভার রিপন (৪৫), গাজীপুর সদর উপজেলার মৃত গফুর আলীর ছেলে আয়েত আলী বিশ্বাস (৬০) ও অজ্ঞাতনামা শিশুসহ দুই জন। মানিকগঞ্জে তিন যাত্রী নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ থেকে জানান, যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-পাটুরিয়া মহাড়কের আড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সাউদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। আহত হয়েছেন ২০ জন। নিহতদের পরিচয় মেলেনি। আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সীতাকুন্ডে যুবক নিজস্ব সংবাদদাতা সীতাকুন্ডে (চট্টগ্রাম) থেকে জানান, সীতাকুন্ডে গাড়ি চাপায় অজ্ঞাত যুবক (৩২) নিহত হয়েছে। শনিবার রাতে উপজেলার বড় কুমিরা বাইপাস সড়ক ঘাটঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ‘শনিবার রাতেই মেজবান খেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চাপা পড়ে অজ্ঞাত যুবক। গাড়ি চাপায় ঘটনাস্থলে যুবকের মৃত্যু হয়। গাজীপুরে শিক্ষার্থী স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, মোটরসাইকেলের ধাক্কায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। তার নাম জয়ন্ত মন্ডল (১২)। সে কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা গ্রামের তরুণীকান্ত মন্ডলের ছেলে। জয়ন্ত কাপাসিয়ার তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। জানা যায়, রবিবার দুপুরে টিফিনের সময় স্কুল থেকে সাইকেলে বাড়ি যাচ্ছিল জয়ন্ত ম-ল। কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধনপুর বাইপাস সড়কের কালীহাসি এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। জয়ন্ত সাইকেল থেকে ছিটকে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা ইজিবাইক তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
×