ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো-খবর

প্রকাশিত: ০৩:৫৪, ৩০ অক্টোবর ২০১৭

টুকরো-খবর

অস্ত্রসহ চার ডাকাত আটক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন কার্যালয়ের সামনের এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। এসময় পুলিশ তাদের কাছে থেকে ১টি শূটারগান ও ২টি চাপাতি উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হলো- সাদ্দাম হোসেন, সুজন, বাদল, শাওন। শনিবার গভীর রাতে তাদেরকে অস্ত্রসহ আটক করা হয়। পুলিশ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পিরোজপুর ইউপি কার্যালয়ের সামনের এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি শূটারগান ও ২টি চাপাতিসহ সাদ্দাম, সুজন, বাদল ও শাওন নামের চার ডাকাতকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫ ডাকাত পালিয়ে যায়। এ ঘটনায় রবিবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। কেরানীগঞ্জে শূটারগান উদ্ধার নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৯ অক্টোবর ॥ উপজেলার কলাতিয়া ইউনিয়নের আকছাইল এলাকা থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি শূটারগান উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে এ ঘটনা ঘটে। কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শাহ আলম জানান, গভীর রাতে আকছাইল এলাকায় একদল ডাকাত হানা দেয়। খবর পেয়ে গ্রামবাসীর সহায়তায় পুলিশ ডাকাতদলকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে ভোরের দিকে ওই এলাকার নাজমুল ইসলামের বাড়ির সামনের পাকা সড়কে একটি শূটারগান পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, পালিয়ে যাওয়ার সময় ডাকাতদের কাছ থেকে অস্ত্রটি রাস্তায় পড়ে যায়। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় জিডিমূলে শূটারগানটি জব্দ দেখানো হয়েছে। ফটিকছড়ি পৌরসভা নির্বাচন আজ নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২৯ অক্টোবর ॥ সোমবার ফটিকছড়ি পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে ৩, সংরক্ষিত মহিলা আসন এবং কাউন্সিলর পদে ৪০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন, জেলা ও উপজেলা প্রশাসন সব ব্যবস্থা গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য প্রশাসন ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত পুলিশ, বিজিবি এবং আনসার ফোর্স নিয়োজিত করেছে। এ নির্বাচনে ভোটারের সংখ্যা রয়েছে ৩২ হাজার ১২। মুন্সীগঞ্জ-ঢাকা এসি বাস সার্ভিস উদ্বোধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে প্রথমবারের মতো বিআরটিসি এসি বাস সার্ভিস চালু হয়েছে। এর আগে দু’দফা নন এসি বাস চালু হলেও নানা জটিলতায় বন্ধ হয়ে যায়। ঢাকা-মুন্সীগঞ্জ রুটে বিআরটিসি শীততাপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস রবিবার দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্বোধন করা হয়। সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) আবু সালেহ মোঃ মহিউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা হারুন-অর-রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) এইচএম রকিব হায়দার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ও পিপি আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের উদ্যোগে বিআরটিসি এই বাস সার্ভিস চালু করা হয়। ৫টি এসি এবং ৩টি নন এসি বাস নিয়ে শহরের লঞ্চ ঘাট সংলগ্ন রেডক্রিসেন্ট পয়েন্ট থেকে যাত্রা শুরু করবে এবং ঢাকার গুলিস্তানের আহাদ পুলিশ বক্স থেকে সকাল সাড়ে ৬টা থেকেই চলবে বাসগুলো।
×