ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জঙ্গীবিরোধী সভা ॥ ২২৮ পরিবারে বিদ্যুত সংযোগ

প্রকাশিত: ০৩:৫৪, ৩০ অক্টোবর ২০১৭

জঙ্গীবিরোধী সভা ॥ ২২৮ পরিবারে বিদ্যুত সংযোগ

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৯ অক্টোবর ॥ কেরানীগঞ্জের সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে মাদক ও জঙ্গীবাদ বিরোধী ক্যাম্পেইন করেছেন ঢাকার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। রবিবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি শাহ মিজান শাফিউর রহমানসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা শিক্ষার্থীদের মাদক ও জঙ্গীবাদের কুফল সম্পর্কে অবহিত করেন। সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুম আহমেদ ভূইয়া, সাইদুর রহমান প্রমুখ। ২২৮ পরিবারে বিদ্যুত সংযোগ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২৯ অক্টোবর ॥ ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে-ঘরে বিদ্যুত’ এ শ্লোগানকে সামনে রেখে উপজেলার অবহেলিত এলাকা বালীগ্রামের কর্নপাড়ায় ২২৮টি পরিবারের মাঝে বিদ্যুত সংযোগ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে জেলা বিদ্যুত সমিতির কালকিনি সাব-জোনাল শাখার উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এতে উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, এজিএমকম সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগ নেতা বরকত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার ও যুবলীগ নেতা মীরাজ তালুকদার।
×