ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় ৯ দফা দাবিতে বিদ্যুত গ্রাহকদের বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৫০, ৩০ অক্টোবর ২০১৭

গাইবান্ধায় ৯ দফা দাবিতে বিদ্যুত গ্রাহকদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৯ অক্টোবর ॥ সেচ মৌসুমের বর্ধিত বিল সংশোধন, লোডশেডিং মুক্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ করা ও পিডিবি’র নির্বাহী প্রকৌশলীসহ দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিচারসহ ৯ দফা দাবিতে রবিবার বিদ্যুত গ্রাহক ও সেচ পাম্প মালিকদের বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুতমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয় । বিদ্যুত গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে। মিছিল পূর্ব গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত জেলা সভাপতি আলহাজ মজিবর রহমান। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, সমাজতান্ত্রিক দল বাসদের জেলা সমন্বয়ক ও বিদ্যুত গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির উপদেষ্টা গোলাম রব্বানী প্রমুখ।
×