ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চেতনানাশক খাইয়ে চার লক্ষাধিক টাকার মালামাল লুট

প্রকাশিত: ০৩:৫০, ৩০ অক্টোবর ২০১৭

চেতনানাশক খাইয়ে চার লক্ষাধিক টাকার মালামাল লুট

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২৯ অক্টোবর ॥ কালকিনিতে জাহিদ বেপারি নামের এক ভূমি অফিস সহকারীর পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনা নাশক খাইয়ে স্বর্ণালঙ্কার ও অর্থসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে অসুস্থ হন পরিবারের ৭ সদস্য। আহতদেরকে রবিবার সকাল ৮টার দিকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার এনায়েতনগর ভূমি অফিস সহকারী ও দরিচর-লক্ষ্মীপুর গ্রামের মোঃ জাহিদ বেপারির পরিবারের লোকজন দুর্বৃত্তদের দেয়া চেতনানাশক খাবারের সঙ্গে শনিবার রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে রবিবার ভোর ৪টার দিকে দুর্র্বৃত্তরা ১ লাখ ২৩ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণ ও ৪টি মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ বিষয় চিকিৎসক বরুন কুমার বলেন, রাতে খাবারের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশেয়ে দেয়ার ফলে এ ঘটনাটি ঘটেছে।
×