ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোগাদিসুতে জঙ্গী হামলায় ২৫ জন নিহত

প্রকাশিত: ০৩:৩৯, ৩০ অক্টোবর ২০১৭

মোগাদিসুতে জঙ্গী হামলায় ২৫ জন নিহত

সোমালি রাজধানী মোগাদিসুতে শনিবার রাতে দুটি বোমা বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৩০ জন। এর দুই সপ্তাহ আগে এক বোমা বিস্ফোরণে ৩শ’ ৫৮ জন নিহত হয়েছে। খবর বিবিসি অনলাইনের। প্রথম বোমা বিস্ফোরণটি হয়েছে একটি গাড়িতে। গাড়িটি একটি হোটেলের দিকে যাচ্ছিল। জঙ্গীরা বিস্ফোরণের পর হোটেল ভবনে অতর্কিত হামলা চালায়। দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ হয় পার্শ্ববর্তী সাবেক পার্লামেন্ট ভবনের কাছে কর্মকর্তারা বলেছেন, হোটেলের বাইরে গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। ইসলামপন্থী জঙ্গী গ্রুপ আলশাবাব বলেছে, দুটি বোমারই বিস্ফোরণ ঘটিয়েছে তারা। কর্মকর্তারা দুই সপ্তাহ আগের বিস্ফোরণের জন্য এ গ্রুপকেই দায়ী করেন। কিন্তু আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত এ জঙ্গী গ্রুপটি ১৪ অক্টোবরের হামলায় কোনভাবে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। কিন্তু গ্রুপটি বলেছে, সাম্প্রতিক হামলার জন্য লক্ষ্যবস্তু হিসেবে এ স্থানটি বেছে নিয়েছে। কারণ নিরাপত্তা কর্মকর্তা ও রাজনীতিবিদরা এখানে প্রায় সময় আসেন। প্রাদেশিক নেতারা আল-শাবাবের বিরুদ্ধে একটি ঐক্যবন্ধ কৌশল গ্রহণের জন্য সরকারী প্রতিনিধিদের সঙ্গে মোগাদিসুতে একটি বৈঠকের জন্য যখন সমবেত হচ্ছিলেন জঙ্গীরা যে সময়টি বেছে নেয় বোমা হামলার জন্য জন্য। বৈঠক রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা।
×