ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিউলে সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

পরমাণু শক্তিধর উঃ কোরিয়াকে কখনও মানবে না যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৩:৩৯, ৩০ অক্টোবর ২০১৭

পরমাণু শক্তিধর উঃ কোরিয়াকে কখনও মানবে না যুক্তরাষ্ট্র

উত্তর কোারিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকি ক্রমাগত বেড়ে চলেছে। মার্কিন প্রতিরক্সমন্ত্রী জেমস ম্যাটিস শনিবার এ কথা বলেছেন। তিনি এর জন্য দেশটির বেআইনী ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচীকে দায়ী করে সেটি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ইয়াহু নিউজ। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সং ইয়ং মু’কে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনকালে ম্যাটিস বলেন, “উত্তর কোরিয়া ‘বেআইনী’ কর্মকা-ে লিপ্ত এবং যুক্তরাষ্ট্র কখনই পরমাণু শক্তিধর উত্তর কোরিয়াকে মেনে নেবে না। বেআইনী ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচীর মাধ্যমে দেশটি প্রতিবেশী দেশগুলোর প্রতি হুমকি তৈরি করেছে। এ কারণে মার্কিন-দক্ষিণ কোরিয়া সামরিক ও কূটনৈতিক সহযোগিতা এখন এক ‘নতুন প্রয়োজনীয়’ বিষয় হয়ে দেখা দিয়েছে।” তিনি আরও বলেন, ‘উত্তর কোরিয়া যাই করুক, দীর্ঘদিনের পুরনো মার্কিন মিত্র দক্ষিণ কোরিয়া তারচেয়েও বেশি শক্তিশালী। আমি বুঝতে পারি না যুক্তরাষ্ট্র কোন্ শর্তে একটি পরমাণু শক্তিধর উত্তর কোরিয়াকে মেনে নেবে।’ এক সপ্তাহের এশিয়া সফরের শুরুতে ম্যাটিস দক্ষিণ কোরিয়া যান। তিনি এর পর থাইল্যান্ড ও ফিলিপিন্স যাবেন। ম্যাটিস বলেন, যুক্তরাষ্ট্র এ সঙ্কট সমাধানে এখন কূটনৈতিক উপায়ের ওপরই জোর দিচ্ছে। তবে এ কথাও স্মরণে রাখতে হবে যে, যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের ওপর যে কোন আক্রমণ শক্তহাতে প্রতিহত করা হবে। উত্তর কোরিয়া নিয়ে ম্যাটিস সম্প্রতি যেসব উদ্বেগ প্রকাশ করেছেন শনিবারের সংবাদ সম্মেলনে তিনি তারচেয়ে ভিন্ন কিছু বলেননি। তবে তিনি এতে সমস্যা সমাধানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। সংবাদ সম্মেলনে সং বলেন, দক্ষিণ কোরিয়ার সামরিক সক্ষমতা আরও বাড়ানোর বিষয়ে তিনি এবং ম্যাটিস একমত হয়েছেন। এর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাত্রার ওপর যুক্তরাষ্ট্র যে সীমা আরোপ করে রেখেছিল সেটি তুলে নেয়া এবং দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক সরঞ্জামাদি সরবরাহ করা ইত্যাদি। তবে পরমাণু শক্তিচালিত সাবমেরিন নিয়ে তারা কোন আলোচনা করেছেন কি-না সে বিষয়ে কোন মন্তব্য করতে সং অস্বীকার করেন। উত্তর কোরিয়া যেভাবে ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়িয়ে চলেছে তাতে মার্কিন-দক্ষিণ কোরিয়া জোটের সক্ষমতা প্রশ্নের মুখে পড়েছে। উত্তর কোরিয়া এখন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) তৈরি করেছে যা যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে আঘাত হানতে সক্ষম।
×