ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শব্দতরঙ্গ হামলার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন ॥ কিউবা

প্রকাশিত: ০৩:৩৮, ৩০ অক্টোবর ২০১৭

শব্দতরঙ্গ হামলার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন ॥ কিউবা

হাভানায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীদের ওপর শব্দতরঙ্গ হামলার যে অভিযোগ করেছে ওয়াশিংটন তাকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কিউবা। রাজনৈতিক স্বার্থে দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতেই এই অভিযোগ বলেও দাবি তাদের। বিবিসি। শনিবার ওয়াশিংটনে এক বৈঠক শেষে কিউবার পররাষ্ট্র মন্ত্রী ব্রুনো রড্রিগেজ যুক্তরাষ্ট্রের অভিযোগের প্রতিউত্তরে এ দাবি করেন। গত বছর থেকে যুক্তরাষ্ট্র হাভানায় তাদের দূতাবাসে শব্দতরঙ্গ হামলার অভিযোগ করে আসছে। হামলায় অন্তত দুই ডজন কর্মীর স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে যুক্তরাষ্ট্র। শব্দতরঙ্গ হামলা কিউবা-ই চালাচ্ছে এমনটা না বললেও এই কারণ দেখিয়ে ওয়াশিংটনের কিউবা দূতাবাসের ১৫ কূটনীতিককে বহিষ্কারও করা হয়েছে। কিউবার নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা দেয়ার ক্ষেত্রে আরোপ করা হয়েছে কড়াকড়ি। গত মাসে মার্কিন নাগরিকদের কিউবা ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা জারি করা হয়। কিউবা অবশ্য শুরু থেকেই দূতাবাস কর্মীদের ওপর হামলার এ অভিযোগ অস্বীকার করে আসছে। যুক্তরাষ্ট্র সফরে এসে প্রবাসী কিউবানদের সঙ্গে বৈঠকেও ফের একই কথা বলেন রড্রিগেজ। হামলার অভিযোগ পুরোপুরি মিথ্যা।
×