ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফোক গান নিয়ে রুকসার মাহবুব

প্রকাশিত: ০৩:৩৫, ৩০ অক্টোবর ২০১৭

ফোক গান নিয়ে রুকসার মাহবুব

স্টাফ রিপোর্টার ॥ রুকসার মাহবুব। বর্তমান সময়ের অন্যতম ফোক সঙ্গীত শিল্পী। স্টেজ শোর পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত গাইছেন। গত ঈদে সঙ্গীতার ব্যানারে ‘ফুল গাছটি’ নামে ফোক গানের ভিডিও রিলিজ হয়েছে তার। সিলেটের বিভিন্ন লোকেশনে ‘ফুল গাছটি’ গানটির শূটিং হয়েছে। গানটির মিউজিক ডিরেক্টর ছিলেন সূচি শামস। ‘ফুল গাছটি’ গানটি প্রসঙ্গে রোকসার বলেন, এটি আমার জীবনের শ্রেষ্ঠ একটি গান। এ গানে দেশের সংস্কৃতি মিশে আছে। গতানুগতিক গানের চেয়ে এটি একটি সাঁওতালী ধাঁচের ফোক গান। গানটি জিপি মিউজিকের স্পন্সরে হয়েছে। খুলনা শহরের মেয়ে রুকসার ছোটবেলা থেকেই গান করেন। মা-বার অনুপ্রেরণায় খুলনার বেতারের ওস্তাদ পান্না লাল এবং পরবর্তীতে ঢাকায় ছায়ানটের ওস্তাদ লাভলুর কাছে গানের হাতেখড়ি। রুকসার মাহবুব বিটিভির তালিকাভুক্ত শিল্পী। এছাড়া বিভিন্ন টিভিতে নিয়মিত গান করছেন। রুকসার এ পর্যন্ত ৩টি এ্যালবাম বের হয়েছে। নতুন এ্যালবাম প্রসঙ্গে রুকসার বলেন, কনসার্টের ব্যস্ততায় নিয়মিত এ্যালবামের কাজ করতে পারিনি। কারণ আমি গুছিয়ে কাজ করতে পছন্দ করি। আমি মনে করি, আমার গানের একটা ধারা তৈরি হয়েছে। যা একান্তই আমার মতোই। তাই বরাবরের মতো এ এ্যালবামের গানগুলোও শ্রোতাদের প্রত্যাশার কথা মাথায় রেখে তৈরি করেছি। তবে আমার গানগুলোতে নতুনত্ব ও বৈচিত্র্য খুঁজে পাওয়া যাবে।
×