ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

একাধিক নাটকে মাইম শিল্পী নিথর মাহবুব

প্রকাশিত: ০৩:৩৪, ৩০ অক্টোবর ২০১৭

একাধিক নাটকে মাইম শিল্পী নিথর মাহবুব

স্টাফ রিপোর্টার ॥ একজন মাইম শিল্পী হিসেবে প্রায় দেড় যুগ ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নিথর মাহবুব। সাম্প্রতিক সময়ে টিভি নাটকেও নিয়মিত হয়ে উঠেছেন তিনি। বর্তমানে তার অভিনীত আলোচিত নাটক হচ্ছে শিশুদের জন্য চ্যানেল দুরন্ত টিভিতে প্রচার চলতি ‘টিরিগিরি টক্কা’। এ নাটকে তিনি চোরদের সর্দার বজলু চোর চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন। পাশাপাশি বৈশাখী টিভিতে প্রচার চলতি ধারাবাহিক হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘চাপাবাজ’-নাটকে অমিতাভ বচ্চনের বোবা পিএস চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন। দুটি নাটকে অভিনয় করা প্রসঙ্গে নিথর মাহবুব বলেন, আমার সবচেয়ে বেশি ভাল লাগে যখন আমাকে কেউ ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের জন্য নেন। চাপাবাজ নাটকে বোবা চরিত্রে শুধু আমাকেই চিন্তা করা হয়েছে বলেই আমি এতে অভিনয় করেছি। এ চরিত্রে অভিনয় নিয়ে খেলার এক দারুণ বিষয় রয়েছে। সবসময় সংলাপ দিয়েই যে অভিনয় করতে হয় এমন নয়। বোবা থেকেও অভিনয় যে কতটা কঠিন তা চাপাবাজে দর্শক দেখছেন। আর বজলু চরিত্রটি যেহেতু চোরের তাই এখানেও অভিনয় আমার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। নির্মাতা আমার ওপর আস্থা রাখায় আমাকে এই কাজে অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছে। আমি আগামীতে আরও চ্যালেঞ্জিং চরিত্রেই কাজ করতে চাই, যেখানে নিজের অভিনয় প্রতিভাকে দেখানোর সুযোগ থাকবে। নিথর মাহবুব অভিনীত প্রথম নাটক জুয়েল মাহমুদের ‘ললিতা’। আগামী ১ নবেম্বর সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় নাট্যশালায় নিথর মাহবুবের একক মাইম শো অনুষ্ঠিত হবে। নিথর মাহবুবের মূকাভিনয়ের দল মাইম আটের পক্ষ থেকে একটি সবাক অভিনয়ের একটি নাটক নিয়ে আসছে। নাম ‘ডিগবাজি’। এর রচনা ও নির্দেশনা দিচ্ছেন নিথর মাহবুব। বর্তমানে নাটকের মহড়া নিয়ে ব্যস্ত তিনি। নিথর মাহবুব প্রয়াত মুহম্মদ হান্নানের সর্বশেষ চলচ্চিত্র ‘শিখ- কথা’য় অভিনয় করেছেন। আমিনুর রহমান মুকুলের ‘কমলা পুরাণ’ চলচ্চিত্রে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া তিনি অনেক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।
×