ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রীপুরে স্ত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্বামীকে আহত

প্রকাশিত: ০৩:১৪, ২৯ অক্টোবর ২০১৭

শ্রীপুরে স্ত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্বামীকে আহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তার স্বামীকে বেধড়ক পিটিয়েছে বখাটে কয়েক যুবক। এতে ওই গৃহবধূর স্বামী রানা আহমেদ আহত হয়েছে। এ ঘটনায় আহত রানা আহমেদ স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। আহত রানা আহমেদ ও স্থানীয়রা জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার সনদ নিয়ে রবিবার স্থানীয় নাজমিন সুলতানা তার স্বামী রানা আহমেদের সঙ্গে বাড়ি ফিরছিল। তারা স্কুল থেকে বের হয়ে কিছুদুর এগোনোর পর পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রাজীবসহ ৬/৭ বখাটে যুবক গৃহবধূ নাজমিনকে ইভটিজিং করতে থাকে। এসময় স্বামী রানা আহম্মেদ প্রতিবাদ করলে যুবকরা তাকে এলোপাতাড়ি মারপিট করে। এতে রানা আহত হয়। স্থানীয়রা এগিয়ে এসে বখাটেদের হাত থেকে স্বামী-স্ত্রী দু’জনকে উদ্ধার করে। এঘটনায় ওই গৃহবধূর স্বামী রানা আহম্মেদ শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দাখিল করেছেন। এ ব্যাপারে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার জানান, অভিযুক্ত বখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
×