ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাগুরায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পিতাপুত্র নিহত

প্রকাশিত: ০১:৩৭, ২৯ অক্টোবর ২০১৭

মাগুরায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পিতাপুত্র নিহত

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ আজ রবিবার দুপুরে মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালী গ্রামে একটি ইঁভাটায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পিতা আব্দুর রশিদ (৫০) ও পুত্র হাসান (২৫) নিহত হয়েছে। পিন্ট( ২৬) অপর একজন আহত হয়েছে। তারা তিনজন ইটভাটা শ্রমিক। হতাহত তিনজনের বাড়ি খুলনা জেলার পাইকগাছায়। পুলিশ সুত্রে জানা যায়, জেলার শালিখা উপজেলার শতখালী গ্রামে ইটভাটায় কাজ করার জন্য শ্রমিকরা ভাটার মধ্যে ঘর তুলে থাকতো। তারা বাঁশের সাথে বিদ্যুৎ এর তার টেনে ঘরে লাইন নিয়েছিল। বাঁশের খুটি পাল্টানোর সময় বিদ্যুৎ এর তার ছিদ্র হয়ে পুত্র হাসান বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তার চিৎকারে তাকে বাঁচাতে গিয়ে পিতা আব্দুর রশিদ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পিতা পুত্র বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে দেখে পিন্টু অপর এক শ্রমিক তাদের বাঁচাতে গিয়ে আহত হয় । গুরুতর আহত অবস্থায় তিনজনকে মাগুরা ২৫০শয্যা হাসাপাতালে আনা হলে জরুরী বিভাগের চিকিৎসক পিতা আব্দুর রশিদ ও পুত্র হাসান কে মৃত ঘোষনা করেন। আহত পিন্টুকে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত তিনজনই ইটভাটা শ্রমিক। তারা দীর্ঘ ১০ বছর ধরে এই ভাটায় কাজ করতো। হতাহত তিনজনের বাড়ি খুলনার পাইকগাছায়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন ঘটঁনার সত্যতা স্বীকার করে জানান, বিদ্যুৎ স্পৃণ্ট হয়ে পিতা পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছে।
×