ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা পাতানো নাটক ॥ আওয়ামী লীগ

প্রকাশিত: ০৭:৩৮, ২৯ অক্টোবর ২০১৭

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা পাতানো নাটক ॥ আওয়ামী লীগ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আওয়ামী লীগ বলেছে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনাটি পাতানো নাটক ও ষড়যন্ত্র। শনিবার জনকণ্ঠকে দেয়া প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সিনিয়র নেতারা এ দাবি জানিয়ে বলেন, বিএনপি নেত্রীর এই সফর সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও লোক দেখানো। বিএনপির মাঠে নামার পূর্ব-পরিকল্পনারই অংশ এই সফর। হামলার ঘটনায় আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের কেউই জড়িত নন। তবে এর সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। আওয়ামী লীগের নেতারা বলেন, বিএনপি সব সময় মিথ্যাচার করে। ত্রাণ বিতরণের নামে জনপ্রিয়তা ফিরে পেতেই হামলার পাতানো নাটক সাজিয়েছেন। গাড়িবহরে হামলায় যে বেসরকারী টেলিভিশন হামলার শিকার হয় তার মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর টেলিভিশন ডিবিসিও রয়েছে। এ বিষয়টি তুলে ধরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্র মাহবুব-উল-আলম হানিফ শনিবার রাতে জানান, ইকবাল সোবহান চৌধুরী এর আগে ফেনী থেকে নির্বাচন করেছেন। আর ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে বিএনপির ক্ষোভ থাকাটা স্বাভাবিক। তার টেলিভিশনের গাড়িতে হামলা বিএনপি নেতাকর্মীরা চালাতে পারে এটা অনেকের আশঙ্কা। হানিফ বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় আওয়ামী লীগের কেউ জড়িত থাকার খবর আমাদের কাছে নেই। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়া উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা ঘটানোর জন্যই এতদিন পরে ত্রাণ দিতে কক্সবাজার যাচ্ছেন। আলোচনায় আসার জন্যই পাতানো হামলার ঘটনা ঘটিয়েছে বিএনপি।’ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘খালেদা জিয়া জনপ্রিয়তা উদ্ধারের জন্য এটা ষড়যন্ত্রের অংশ হিসেবে নিজেদের দলের লোকজন দিয়ে সাজানো নাটকের মতো ঘটনা কিনা, তাও খতিয়ে দেখতে হবে।’ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, বিশৃঙ্খলায় ‘উস্কানি’ দিতেই সড়কপথে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কক্সবাজার যাচ্ছেন। তিনি বলেন, উনি যদি সড়কপথে চট্টগ্রাম যেতে পারেন, সড়কপথে কক্সবাজার যেতে পারেন তাহলে তিনি নিশ্চয় অসুস্থ নন। অসুস্থ হলে তো সড়কপথে আসতে পারার কথা নয়। অর্থাৎ তিনি অসুস্থ নন, অসুস্থতার ভান করেছেন। তার আসল উদ্দেশ্য হচ্ছে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালানো। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেন, ‘খালেদা জিয়ার গাড়িবহরে হামলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের অংশ হিসেবে। এ হামলার সঙ্গে আওয়ামী লীগের কোন নেতাকর্মী জড়িত নয়। বিএনপি নেত্রীর সফর নিয়ে ফেনীতে গত তিনদিন ধরে দলীয় কোন্দল শুরু হয়। এ নিয়ে ১০ দফা হামলা-পাল্টা হামলার ঘটনাও ঘটে বলে আমরা জেনেছি। মূলত বিএনপি আন্দোলন করার ইস্যু খুঁজে পাচ্ছিল না, তাই ইস্যু খুঁজতে রোহিঙ্গাদের ত্রাণ বিতরণের জন্য বাইরোডে গেছেন খালেদা জিয়া।’ আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘খালেদা জিয়া তিন মাস যুক্তরাজ্যে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের নীলনক্সা করেছেন। যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তারাই ধারাবাহিকতায় তিনি দেশে ফিরে রাজনৈতিক কোন ইস্যু না পেয়ে রোহিঙ্গা ইস্যু ধরে কৃত্রিম সঙ্কট তৈরি করতে চান। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য সুনাম বয়ে এনেছেন।’ বিপ্লব বড়ুয়া বলেন, ‘খালেদা বিশেষ উদ্দেশ্য নিয়ে সড়কপথে কক্সবাজার রওনা হয়েছেন, পথে মিড়িয়া কাভারেজের জন্য হামলার নাটক সাজিয়েছেন।’ এর যুক্তি তুলে ধরে তিনি আরও বলেন, অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসা নিয়ে দেশে ফিরে কেন সড়ক পথে গেলেন তিনি? বিপ্লব বড়ুয়া বলেন, এই হামলার ঘটনায় যেই জড়িত তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জড়িতদের দ্রুত খুঁজে বের করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বিষয়ে আজ রবিবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন বলে জানা গেছে।
×