ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১০ কোম্পানির ২৯.২২ শতাংশ লেনদেন

প্রকাশিত: ০৬:১১, ২৯ অক্টোবর ২০১৭

১০ কোম্পানির ২৯.২২ শতাংশ লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ২৯ দশমিক ২২ শতাংশ লেনদেন করেছে ১০ কোম্পানি। এর মধ্যে শীর্ষ অবস্থানে ছিল লঙ্কা-বাংলা ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, আলোচ্য সপ্তাহে দুই হাজার ৮৪৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৩২ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন করেছে এ ১০ কোম্পানি। শতাংশের দিক থেকে এটি হলো ২৯ দশমিক ২২ শতাংশ। সূত্রমতে, শীর্ষে আসা লঙ্কা-বাংলা ফাইন্যান্স লিমিটেডের দখলে ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর কমেছে ১ দশমিক ৩৮ শতাংশ। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এ সময়ে ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৪১ শতাংশ ছিল এ কোম্পানির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ১২৫ কোটি ৬১ লাখ টাকার। দর বেড়েছে ৬ দশমিক ১৩ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা বিবিএস কেবলের দখলে ছিল ৩ দশমিক ৫৪ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ১০০ কোটি ৮৯ লাখ টাকার।
×