ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুন্নু সিরামিকের নতুন পণ্যের উদ্বোধন ৩ নবেম্বর

প্রকাশিত: ০৬:১১, ২৯ অক্টোবর ২০১৭

মুন্নু সিরামিকের নতুন পণ্যের উদ্বোধন ৩ নবেম্বর

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি মুন্নু সিরামিকের নতুন পণ্যের ?উদ্বোধন হতে যাচ্ছে। কোম্পানিটির সিরামিকের নতুন পণ্য আগামী ৩রা নবেম্বর (শুক্রবার) উদ্ধোধন করা হবে। ওই দিন রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন পণ্যটির উদ্বোধন করা হবে। এ ব্যাপারে কোম্পানিটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাইনুল ইসলাম বলেন, নতুন পণ্যের উদ্বোধন করা হচ্ছে। দেশী ও আন্তর্জাতিক বাজারে মুন্নু সিরামিকের চাহিদা বেড়ে যাওয়ায় নতুন পণ্য বাজারে ছাড়তে যাচ্ছে মুন্নু। এদিকে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্নু সিরামিকের নতুন গ্যাসের লাইনের অনুমোদন দিয়েছে। ফলে কোম্পানির উৎপাদন আগের চেয়ে বাড়বে। গত বৃহস্পতিবার মুন্নু সিরামিকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ (৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার) লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৬-১৭ অর্থবছরের ব্যবসায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১১ টাকা। যা গত বছরের একই সময়ে ছিল .০৯ টাকা। আর চলতি বছরের ৩০ জুন কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৪.৩৪ টাকায়। চলতি বছরে কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৫.৮৪ টাকা। যা গত বছরের একই সময়ে ছিল লোকসান ৭.৪২ টাকা। চলতি বছরে কোম্পানিটির সার্বিকভাবে মুনাফা বেড়েছে। কোম্পানির ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয়গুলো শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ১৬ নবেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২৩ কোটি ৯২ লাখ টাকা। কোম্পানির শেয়ারসংখ্যা দুই কোটি ৩৯ লাখ ২৮ হাজার ২০টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৬১ দশমিক ১৮ শতাংশ, প"াতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ২৮ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ০৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ৫০ শতাংশ শেয়ার রয়েছে। ব"হস্পতিবার কোম্পানিটির প্রতিটি শেয়ার ৮৯.৬০ টাকায় লেনদেন হয়। ওইদিন এর শেয়ার ২.৩২ শতাংশ বাড়ে। অগ্রণী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্সের ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪০ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৬ পয়সা। আর শেষ ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর, ১৭) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৬১ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০১৭ শেষে কোম্পানির প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৩৬ পয়সা।
×