ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বের সবচেয়ে দামী জুতা

প্রকাশিত: ০৫:৪৫, ২৯ অক্টোবর ২০১৭

বিশ্বের সবচেয়ে দামী জুতা

ব্রিটিশ ডিজাইনার ডেবি উইংহ্যাম। এর আগে বিশ্বের সবচেয়ে দামী পোশাক ও কেক তৈরি করে আলোচনায় আসেন। এবার বিশ্বের সবচেয়ে দামী জুতা তৈরি করে ফের সংবাদের শিরোনাম হয়েছেন। তার তৈরি এই জুতাজোড়ার দাম এক কোটি ৫১ লাখ ডলার। এবার প্রশ্ন জুতাজোড়া ঠিক কী দিয়ে তৈরি যার দর এত টাকা। খবরে বলা হয়েছে, এই জুতা তৈরিতে ডেবি উইংহ্যাম ব্যবহার করেছেন দুই হাজার হিরকখ-। জুতার চেন দুটি তৈরি পুরোপুরি খাঁটি স্বর্ণের। হিরকখ-গুলোর মধ্যে বেশিরভাগ লাল, গোলাপী আর বাকিগুলো নীলাভ। জুতার সঙ্গে আরও জুড়ে দেয়া হয়েছে কিছু দামী পাথর। যার মূল্য আকাশচুম্বী। হিরকখ-গুলো বসানো হয়েছে প্লাটিনামের ওপর। জুতাজোড়া তৈরি করতে কয়েক শ’ শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করেছেন। জুতার চামড়ার ওপর আরবীয় জেসমিন ফুলের মতো নক্সা আঁকা হয়েছে। সংবাদ সম্মেলনে ডেবি উইংহ্যাম বলেন, আমি নতুন কিছু করতে চেয়েছি। কারণ এর আগে এত দামী জুতার কথা আর শোনা যায়নি। এই জুতা বিক্রি হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, আমার মনে হয় বিশ্বে অনেক শৌখিন লোক রয়েছে। যারা তার প্রিয়জনের জন্য উপহার হিসেবে এই জুতা কিনতে আগ্রহী হবে। মিরর অবলম্বনে।
×