ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার সফর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ॥ ভোগান্তি

প্রকাশিত: ০৫:৪৫, ২৯ অক্টোবর ২০১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ॥ ভোগান্তি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গাড়িরবহর নিয়ে রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাওয়ার সময় নারায়ণগঞ্জ অতিক্রমকালে শনিবার সকাল ৯টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন রাস্তায় আটকা পড়ে। শিমরাইল মোড়ে দূরপাল্লার অর্ধশত বাস কাউন্টারে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার প্রহর গুনতে হয়েছে। এতে পথে পথে যাত্রীদের নানা বিড়ম্বনায় পড়তে হয়। শিমরাইল মোড়ের দূরপাল্লার বাস কাউন্টারের মালিকরা জানান, খালেদা জিয়া এ মহাসড়ক দিয়ে কক্সবাজার যাওয়ার কারণে সকাল ৯টা থেকে শত শত বিএনপি নেতাকর্মী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকেন। এতেই রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজট। ফলে প্রতিটি দূরপাল্লার যাত্রীবাহী বাস ২-৪ ঘণ্টা বিলম্বে কাউন্টারগুলোতে পৌঁছেছে। এতে যাত্রীদের দুর্ভোগের সীমা ছিল না। জানা গেছে, খালেদা জিয়াকে স্বাগত জানাতে নারায়ণগঞ্জ শহরসহ আশপাশ থেকে শত শত নেতাকর্মী শনিবার সকাল ৯টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, সানারপাড়, মৌচাক, কাঁচপুর, মদনপুর, মোগড়াপাড়া চৌরাস্তায় চট্টগ্রামমুখী লেনের দু’পাশে দাঁড়িয়ে থাকে। এতে রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। নেতাকর্মীদের ফেস্টুন, ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়ানোর কারণে রাস্তার যানবাহনগুলো ধীরগতিতে চলতে থাকে। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। খালেদা জিয়া দুপুর পৌনে ১টার দিকে শিমরাইল মোড় অতিক্রম করেন। এর পর মহাসড়কে যানজট আরও তীব্র হতে থাকে। অবশ্য ট্রাফিক পুুলিশ বলছে, এ কারণে সকাল ৯টা থেকেই এ মহাসড়কে যানজট। এস আলম সার্ভিসের শিমরাইলের বাস কাউন্টারের মালিক ও বাস কাউন্টার মালিক সমিতির সভাপতি আজিজুল হক জানান, খালেদা জিয়ার গাড়িরবহর নিয়ে যাওয়ার কারণে সকালেই এ সড়কে যানজটের সৃষ্টি হয়। ফলে দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো ২-৩ ঘণ্টা বিলম্বে কাউন্টারগুলোর সামনে এসে পৌঁছে। যানজটের কারণে সকাল ১০টার যাত্রীবাহী বাস দুপুর ১টায় ও বেলা ১১টার বাস দুপুর সোয়া ১টায় শিমরাইল মোড়ে পৌঁছে। প্রায় প্রতিটি কাউন্টারের দূরপাল্লার বাসই ২-৩ ঘণ্টা বিলম্বে পৌঁছে। তিনি আরও জানান, রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্সের বিজ্ঞান শাখায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই বহু ছাত্রছাত্রী ও অভিভাবক চট্টগ্রামে যাচ্ছেন। এসব যাত্রীও টিকেট কেটে নির্ধারিত সময়ে যেতে পারেননি। চট্টগ্রামের যাত্রী ছাত্র জহির জানায়, আমরা চট্টগ্রামে যাব। আমাদের বাস শিমরাইলে বেলা ১১টায় পৌঁছানোর কথা থাকলেও খালেদা জিয়া যাওয়ার কারণে দুপুর ১টায়ও বাস পৌঁছেনি। আরেক যাত্রী সায়েম জানায়, বাসটি বেলা ১১টায় ছাড়ার কথা কিন্তু দুপুর ১টায়ও বাস শিমরাইলে আসেনি। নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোল্যা তাসলিম হোসেন জানান, খালেদা জিয়া মহাসড়ক দিয়ে গাড়িবহর নিয়ে যাওয়ার কারণে নেতাকর্মীরা রাস্তায় দাঁড়িয়ে থাকায় যানজটের সৃষ্টি হয়েছিল। চরম ভোগান্তিতে কুমিল্লা অতিক্রম ॥ নিজস্ব সংবাদদাতা জানান, যানজট ও গাড়ির চাকা বিকলের ভোগান্তির মধ্য দিয়ে কুমিল্লার ৯৭ কিলোমিটার সড়ক অতিক্রম করতে খালেদা জিয়ার সময় লেগেছে প্রায় আড়াই ঘণ্টা। দুপুর ২টার দিকে খালেদা জিয়া কুমিল্লার প্রবেশদ্বার দাউদকান্দিতে পৌঁছান। পরে দাউদকান্দি, চান্দিনা, দেবীদ্বার, বুড়িচং, আদর্শ সদর, সদর দক্ষিণ, চৌদ্দগ্রামসহ আশপাশের উপজেলা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সমবেত নেতাকর্মীদের দেয়া অভ্যর্থনার পয়েন্টসমূহ অতিক্রম করে বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত অতিক্রম করেন। এর আগে নিরাপত্তার স্বার্থে দুপুর থেকেই মহাসড়কের কুমিল্লা অংশে বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব, ডিবি ও হাইওয়ে পুলিশের সদস্য মোতায়েন করা হয়। জানা যায়, দলীয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে সকাল থেকে মহাসড়কের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম সীমান্ত পর্যন্ত দলীয় নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে খালেদা জিয়া ও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানাতে সমবেত হন। দাউদকান্দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে, চান্দিনায় খোরশেদ আলম, ইলিয়টগঞ্জে মুরাদনগর বিএনপি, দেবীদ্বারে সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর সমর্থকরা, নিমসার এলাকায় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, আলেখারচর এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন-উর রশিদ ইয়াছিন, পদুয়ার বাজার এলাকায় সিটি মেয়র মনিরুল হক সাক্কুর সমর্থকরা, সদর দক্ষিণের দয়াপুর থেকে সুয়াগাজী পর্যন্ত দলের চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী ও চৌদ্দগ্রামের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা সমবেত হয়ে দলের নেত্রীকে অভিনন্দন জানান। ব্যানার লাগাতে গিয়ে কর্মীর মৃত্যু ॥ চৌদ্দগ্রামে এক বিএনপি নেতার পক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যানার লাগাতে গিয়ে পিকআপভ্যানের চাপায় বাবুল টেইলার নামের এক কর্মী নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজারসংলগ্ন হোটেল হাইওয়ে ইনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল উজিরপুর ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। জানা গেছে, খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে স্থানীয় বিএনপির এক নেতার পক্ষে ব্যানার লাগানোর জন্য বাবুল টেইলার (৪৫) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বে হোটেল হাইওয়ে ইনের সামনে যান। বিএনপি নেত্রীর গাড়িবহরটি কুমিল্লা অতিক্রম করার পূর্বে দুপুর দেড়টার দিকে ওই স্থানে ব্যানার লাগানোর সময় দ্রুতগতির একটি পিকআপভ্যানের চাপায় বাবুল টেইলার ঘটনাস্থলে মারা যান। পিকআপভ্যান এবং চালককে আটক করা হয়েছে।
×