ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি হারানো ক্ষমতা ফিরে পেতে ষড়যন্ত্র করছে- কাদের

প্রকাশিত: ০৫:৪৩, ২৯ অক্টোবর ২০১৭

বিএনপি হারানো ক্ষমতা ফিরে পেতে ষড়যন্ত্র করছে- কাদের

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ২৮ অক্টোবর ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপি হারানো ক্ষমতা ফিরে পেতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা বিশৃঙ্খলা সৃষ্টি এবং পানি ঘোলা করে ক্ষমতায় আবারও আসতে চাচ্ছে। গত আড়াই মাস ধরে কোন খবর নেই, হঠাৎ করে রোহিঙ্গাদের ত্রাণের নামে ৩ দিনের সফরে দেড়শ’ গাড়ি নিয়ে যাচ্ছেন কক্সবাজারে, বিমানে করে যেতে পারতেন, তা না করে সড়ক পথে যাচ্ছেন, এতে যানজট সৃষ্টি হবে ও জনগণের দুর্ভোগ বাড়বে। মানবিক সাহায্য ত্রাণের নামে তিনি রাজনৈতিক ফায়দায় নেমেছেন। গত সাড়ে আট বছরে তিনি সাড়ে ৮ মিনিটও রাস্তায় বের হননি। রোহিঙ্গাদের ঢাল করে তাদের নাম করে তিনি রাস্তায় বিশৃঙ্খলার সৃষ্টি করছেন। দেশের মানুষ রোহিঙ্গাদের জন্য যে ত্রাণ পাঠান এই তিন দিন তার কারণেই ওদের কাছে ত্রাণ পৌঁছানো যাবে না। তিনিই ওদের ত্রাণের রাস্তা বন্ধ করে দিচ্ছেন। এখানে ওদের জন্য তার ভালবাসা না রাজনীতি। ওখানে ষড়যন্ত্রের রাজনীতির গন্ধ পাচ্ছি। এই তিন দিন রাস্তায় জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছাবে। এ দুর্ভোগের বিচার জনগণের ওপর ছেড়ে দিলাম। আপনারাই তার বিচার করবেন। সেতুমন্ত্রী আরও বলেন, যদি তিনি মানবিক দিক বিচার করতেন তাহলে দেড়শ’ গাড়ির বহর নিয়ে ওখানে যেতেন না। এ গাড়ি বহরে যত টাকার তেলের অপচয় হতো তা দিয়ে তিনি রোহিঙ্গাদের অনেক বেশি ত্রাণ দিতে পারতেন। বেগম জিয়া কোর্টে গিয়ে খুব কান্নাকাটি করেছেন। কখনও ফখরুল কাঁদে কখনও বেগম জিয়া কাঁদে। বিএনপি এখন কান্নাকাটি আর প্রেস ব্রিফিংয়ের দল। আর বাংলাদেশ নালিশ পার্টি। ওই প্রেস ব্রিফিংয়েই নালিশ করাই তাদের কাজ। খালেদা জিয়া কোর্টে আত্মপক্ষ সমর্থন করতে গিয়েও তিনি অশ্রদ্ধেয় ভাষায় বর্তমান প্রধানমন্ত্রী জননন্দিত নেত্রী শেখ হাসিনাকে গালিগালাজ করেছেন। তিনি বলেছেন ক্যান্টনম্যান্টের ৪০ বছরের বাড়ি থেকে তাকে বের করা দেয়া হয়েছে। তিনি কিভাবে এত মিথ্যাচার করলেন। যেখানে এখন কয়েকশ’ অফিসারের বাসা হয়েছে। তিনি ওই বাড়িতে রাজনীতি করার জন্য অবৈধ দখল করেছিলেন। সরকার তাকে উৎখাত করেনি আদালতের নির্দেশে তিনি বাড়ি ছেড়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নেছার আহমদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সদস্য অধ্যাপক মোঃ রফিকুর রহমান। বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। সম্মেলনে নেছার আহমদ সভাপতি ও মিছবাউর রহমান সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি মুহিবুর রহমান তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সৈয়দ নশের আলী খোকন, কামাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে এ্যাডভোকেট রাধা পদ দেব সজলের নাম ঘোষণা করা হয়।
×